Ajker Patrika

জিততেই ভুলে গেছে ইন্টার মায়ামি, ব্যর্থ মেসিও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ মে ২০২৫, ১৫: ২৭
ইন্টার মায়ামিও ব্যর্থ। লিওনেল মেসিও পারছেন না গোল করতে। ছবি: এএফপি
ইন্টার মায়ামিও ব্যর্থ। লিওনেল মেসিও পারছেন না গোল করতে। ছবি: এএফপি

জয়ের সংজ্ঞা যে ভুলেই গেছে ইন্টার মায়ামি। ৪ মে সবশেষ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয় পেয়েছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি।

নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর থেকেই জিততে ভুলে গেছে ইন্টার মায়ামি। পরের তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে মায়ামি ও একটিতে ড্র করেছে। যার মধ্যে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে এমএলএসে অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। দলের ব্যর্থতার মতো মেসিও নিষ্প্রভ। গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।

অরলান্ডো সিটির বিপক্ষে ২২ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। মেসি ডান পায়ে শটও নিয়েছেন। তবে তাঁর সেই শট প্রতিহত করেছেন অরলান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। ৩৮ মিনিটে মেসি-সুয়ারেজ জুটি মিলে আবারও গোলের সুযোগ তৈরি করেন। মেসির পাস রিসিভ করে সুয়ারেজ হেড দিলেও ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। অরলান্ডো সিটিও গোলের একাধিক সুযোগ তৈরি করে ব্যর্থ হয়েছেন। একাধিক গোল মিসের মহড়ার মধ্যে প্রথম গোল আসে ৪৩ মিনিটে। গোলটি করেন অরলান্ডো সিটির ফরোয়ার্ড লুইস মুরিয়েল।

৪৫ মিনিটের পর অতিরিক্ত মিনিটে ইন্টার মায়ামির গঞ্জালো লুয়ান হেড দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৫৩ মিনিটে অরলান্ডো সিটির ফরোয়ার্ড মার্কো পাসালিক গোল করেছেন। ৯ মিনিটের মধ্যে ব্যবধান কমানোর সুযোগ পায় মায়ামি। কিন্তু ৬২ মিনিটের সময় মেসির গোল আটকে দেন অরলান্ডো সিটি গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। দুই পক্ষই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে অরলান্ডো মিডফিল্ডার ডাগুর ডন থরহালসন।

৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত