ক্রীড়া ডেস্ক
মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন লিওনেল মেসি। এই নিষেধাজ্ঞাই যেন মেসিকে আরও বেশি ক্ষুধার্ত করে তুলেছে। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার ফিরলেন রাজার মতো। তাঁর ফেরার ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ইন্টার মায়ামি।
মেসির ফেরার ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়ে গেল রদ্রিগো ডি পলের। আতলেতিকো মাদ্রিদ থেকে আসা এই ফরোয়ার্ড খেলেছেন মূল একাদশে। জাতীয় দলের সতীর্থ মেসিও ছিলেন আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপে মায়ামির মূল একাদশে। চেজ স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ইন্টার মায়ামির এই দুই গোলেই অবদান রয়েছে মেসির।
চেজ স্টেডিয়ামে মায়ামি-অ্যাটলাস গ্রুপ পর্বের ম্যাচটিতে লড়াই হয়েছে সমানে সমানে। মায়ামি বল দখলে রাখে ৫৫ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নিয়েছে ৫ শট। অন্যদিকে অ্যাটলাসের দখলে বল ছিল ৪৫ শতাংশ। মায়ামির লক্ষ্য বরাবর সাতটি শট করে তারা। আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকলেও প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। যেখানে ইন্টার মায়ামি ফরোয়ার্ড তাদিও আলেন্দে প্রথমার্ধে বারবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ ও ১৫ মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর ২২ মিনিটে আলেন্দের শট প্রতিহত করেন অ্যাটলাস গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। আলেন্দেকে এবার অ্যাসিস্ট করেন মেসি।
ম্যাচে প্রথম গোলটা করে ইন্টার মায়ামি। ৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। সমতায় ফিরতে অ্যাটলাসের লেগেছে ২৩ মিনিট। ৮০ মিনিটে সমতাসূচক গোল করেন অ্যাটলাস ডিফেন্ডার রিভালদো লোজানো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে জয় নিশ্চিত করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে গোল করেন ইন্টার মায়ামি ডিফেন্ডার মার্সেলো উইনগাড। মায়ামির এই জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন মেসি। ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির জার্সিতে দি পলের অভিষেকটাও হলো মনে রাখার মতো।
মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন লিওনেল মেসি। এই নিষেধাজ্ঞাই যেন মেসিকে আরও বেশি ক্ষুধার্ত করে তুলেছে। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার ফিরলেন রাজার মতো। তাঁর ফেরার ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ইন্টার মায়ামি।
মেসির ফেরার ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়ে গেল রদ্রিগো ডি পলের। আতলেতিকো মাদ্রিদ থেকে আসা এই ফরোয়ার্ড খেলেছেন মূল একাদশে। জাতীয় দলের সতীর্থ মেসিও ছিলেন আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপে মায়ামির মূল একাদশে। চেজ স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ইন্টার মায়ামির এই দুই গোলেই অবদান রয়েছে মেসির।
চেজ স্টেডিয়ামে মায়ামি-অ্যাটলাস গ্রুপ পর্বের ম্যাচটিতে লড়াই হয়েছে সমানে সমানে। মায়ামি বল দখলে রাখে ৫৫ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নিয়েছে ৫ শট। অন্যদিকে অ্যাটলাসের দখলে বল ছিল ৪৫ শতাংশ। মায়ামির লক্ষ্য বরাবর সাতটি শট করে তারা। আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকলেও প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। যেখানে ইন্টার মায়ামি ফরোয়ার্ড তাদিও আলেন্দে প্রথমার্ধে বারবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ ও ১৫ মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর ২২ মিনিটে আলেন্দের শট প্রতিহত করেন অ্যাটলাস গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। আলেন্দেকে এবার অ্যাসিস্ট করেন মেসি।
ম্যাচে প্রথম গোলটা করে ইন্টার মায়ামি। ৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। সমতায় ফিরতে অ্যাটলাসের লেগেছে ২৩ মিনিট। ৮০ মিনিটে সমতাসূচক গোল করেন অ্যাটলাস ডিফেন্ডার রিভালদো লোজানো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে জয় নিশ্চিত করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে গোল করেন ইন্টার মায়ামি ডিফেন্ডার মার্সেলো উইনগাড। মায়ামির এই জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন মেসি। ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির জার্সিতে দি পলের অভিষেকটাও হলো মনে রাখার মতো।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
৮ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
৮ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
১১ ঘণ্টা আগে