দুই ‘কালো ঘোড়া’র বাধা কি টপকাতে পারবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস
গ্যারেথ সাউথগেটের সমালোচকের অভাব নেই। তবে পরিসংখ্যান বিবেচনায় একুশ শতকে ইংল্যান্ড দলের হয়ে তাঁর চেয়ে বেশি সফল হয়েছেন আর কোন কোচ? ডেভিড বেকহাম, স্টিভেন জেরার্ড, জন টেরি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, মাইকেল ওয়েন, ওয়েন রুনিদের মতো সোনালি প্রজন্মের তারকাদের নিয়ে কোচ সভেন গোরান এরিকসেন বা ফাবিও কাপেলো যা করতে পা