পৃথিবীর মধ্যেই যেন ভিনগ্রহের এক দ্বীপ
দ্বীপটি সম্পর্কে আগে থেকে না জেনেই যদি এতে হাজির হয়ে যান, তাহলে চমকে উঠবেন সন্দেহ নেই। হয়তো গায়ে একটা চিমটিও কেটে দেখবেন। কারণ এমন অদ্ভুত সব চেহারার গাছগাছালি পৃথিবীতে থাকতে পারে তা হয়তো আপনার কল্পনায়ও ছিল না।
ট্যাগ: দ্বীপ, গাছ, ইউনেসকো, সাগর, ভিনগ্রহ, বিচিত্র