সাদা বলের অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি!
বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়বেন, খবরটা ভারতীয় ক্রিকেট নাড়িয়ে দেওয়ার মতোই! তবে এক্ষুনি দায়িত্ব ছাড়ছেন না কোহলি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের দায়িত্ব ছাড়তে পারেন বর্তমান ভারতকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া কোহলি।