Ajker Patrika

পাঞ্জা লড়ার সময় এসে গেছে, ইংল্যান্ডকে শোয়েবের হুঁশিয়ারি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৯
পাঞ্জা লড়ার সময় এসে গেছে, ইংল্যান্ডকে শোয়েবের হুঁশিয়ারি

১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েই নিরাপত্তার শঙ্কায় না খেলেই চলে এসেছে নিউজিল্যান্ড। এর তিন দিনের মাথায় গত রাতে পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ডও। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টানা দু-দুটি আন্তর্জাতিক সিরিজ খেলতে না পারায় ক্ষোভের আগুনে ফুঁসছে পাকিস্তান। সেই আগুনে এবার ঘি ঢেলে দিলেন শোয়েব আখতার। 

নিরাপত্তা পরিস্থিতি যাচাই না করে, পিসিবির সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই পাকিস্তান সফর বাতিল করায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) সরাসরি হুমকি দিয়ে রাখলেন শোয়েব। 

গত রাতে নিজের টুইটার পেজে এক ভিডিও বার্তায় ৪৬ বছর বয়সী গতিরাজ বলেছেন, ‘ইসিবি একদম শিশুসুলভ আচরণ করল। তাদের উচিত ছিল পাকিস্তানে এসে সবকিছু নিরীক্ষা করা। কে কোথায় বসে কোন নিরাপত্তার শঙ্কা আবিষ্কার করল, আর তা শুনেই সিরিজ বাতিল করল। এটা আমাদের জন্য অপমানজনক। ভবিষ্যতে যদি আমরা ইংল্যান্ডকে বলি আমাদেরও তাদের নিরাপত্তাব্যবস্থায় ভরসা নেই, তাহলে কী হবে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’ 

উত্তরসূরি বাবর আজমদের শোয়েব তাতিয়ে দিয়েছেন এভাবে—‘বিশ্বকাপের শুরুতেই ভারতের বিপক্ষে ম্যাচ। এর চেয়েও বড় ম্যাচ ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডও আমাদের প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান দলকে বলছি, এদের সঙ্গে পাঞ্জা লড়ার সময় এসেছে। বিশ্বকাপে সব অপমানের জবাব কড়ায়-গণ্ডায় দিয়ে দাও।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত