Ajker Patrika

বোমা আতঙ্কের পরও এবার সফর বাতিল করেনি নিউজিল্যান্ড নারী দল 

ক্রীড়া ডেস্ক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১: ২৩
Thumbnail image

কদিন আগেই নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল। এবার প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে। সিরিজের তৃতীয় ওয়ানডের আগে বোমাতঙ্ক দেখা দিয়েছে ম্যাচ ঘিরে। তবে এবার অবশ্য নিউজিল্যান্ড সফর বাতিল করেনি। নিরাপত্তাব্যবস্থা জোরদার করে শেষ পর্যন্ত বল মাঠে গড়িয়েছে। 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে এনজেডসির উদ্দেশে হুমকিপূর্ণ মেইল এসেছে। এই হুমকিতে নির্দিষ্ট করে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কথা উল্লেখ করা হয়নি, তবু বিষয়টি দুই বোর্ডকেই চিন্তায় ফেলে দিয়েছে। এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, হুমকিপূর্ণ ই-মেইলে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের এক সদস্যকে জানানো হয়েছে, তাদের টিম হোটেলে বোমা রাখা আছে। এ-ও জানানো হয়, সিরিজ শেষে নিউজিল্যান্ডের দেশের ফেরার বিমানেও বোমা রাখা হতে পারে। এমন খবরে নিউজিল্যান্ড দলে আতঙ্ক ছড়ায়। খবর প্রকাশিত হয়, পরশু হোয়াইট ফার্নসদের দলের অনুশীলন বাতিল হয়েছে এ কারণে। পরে জানা যায়, সেদিন তাদের আসলে কোনো অনুশীলনই ছিল না।  

তবে সব শঙ্কা পেছনে ফেলে নির্ধারিত সূচি মেনেই কাল তৃতীয় ওয়ানডে মাঠে গড়িয়েছে। নিউজিল্যান্ড ৩ উইকেট আর ২৫ বল হাতে রেখেই জয় পেয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত