এখনই শেষ দেখছেন না মরিনহো
ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই টটেনহাম হটস্পার্স। লিগে নিজেদের শেষ ম্যাচেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে ৩-১ গোলে। পয়েন্ট টেবলে স্পার্সদের অবস্থান সাতে। এখনই শেষ দেখছেন না স্পার্স কোচ জোসে মরিনহো। তিনি মনে করেন, লিগের সেরা চার দল কারা হবে সেটির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা