Ajker Patrika

এখনই শেষ দেখছেন না মরিনহো

এখনই  শেষ দেখছেন না মরিনহো

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই টটেনহাম হটস্পার্স। লিগে নিজেদের শেষ ম্যাচেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে ৩-১ গোলে। পয়েন্ট টেবলে স্পার্সদের অবস্থান সাতে। এখনই শেষ দেখছেন না স্পার্স কোচ জোসে মরিনহো। তিনি মনে করেন, লিগের সেরা চার দল কারা হবে সেটির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা লেস্টারের সঙ্গে আটে থাকা এভারটনের পয়েন্ট ব্যবধান ৭ । আর সাতে থাকা টটেনহামের পয়েন্ট ৫০। ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটি। সিটির চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

টেবিলের প্রথম দুই দলের পয়েন্ট ব্যবধান বেশি হলেও নিচের দিকের দলগুলোর পয়েন্টের ব্যবধান কম। মরিনহোর কথা তাই উড়িয়ে দেওয়ার দেওয়ার উপায় নেই। টটেনহাম কোচ বলেছেন, ‘টেবিলে আমাদের কাছাকাছি অবস্থানের দলগুলোও ভালো। দলগুলোর লক্ষ একই রকম। কিছু দল আমাদের চেয়ে বেশি শক্তিশালী, কিছু দল কম শক্তিশালী। গত মৌসুমের মতোই একটা কিছু হতে যাচ্ছে। শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌছানো যাবে না।’

মরিনহোর কথায় যুক্তি থাকলেও সময়টা ভালো যাচ্ছে না স্পার্সদের। লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে হ্যারি কেনরা। একমাত্র জয় পাওয়া সেই এস্টন ভিলার বিপক্ষে কাল ড্র করেছে ২-২ গোলে। বাকি চার ম্যাচের দুটিতে পয়েন্ট ভাগাভাগি করলেও তিন ম্যাচেই পয়েন্ট খুঁইয়েছে মরিনহো–শিষ্যরা। লিগে এখনো পর্যন্ত ৩২ ম্যাচে ১৪ জয়ের বিপরীতে তাদের হার ১০টি।

মৌসুমের আর বাকি নেই বেশি ম্যাচ। পয়েন্ট টেবিলের অবস্থান বলছে শেষ চারে থাকতে হলে টটেনহামকে বাকি ম্যাচগুলোয় ভালো করতে হবে। তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকেও। মরিনহো যে আশায় বলেছেন, সেরা চারের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেটি কতটা ফলে যায়, তা সময়ই বলে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত