আরবে ব্রিটিশ রানির শেষ পদচিহ্ন
ব্রিটিশ রানি হিসেবে রাজকীয় অভিষেকের এক বছরেরও কম সময় পর ১৯৫৪ সালের এপ্রিলে এডেন বন্দরে এসে নামেন দ্বিতীয় এলিজাবেথ। সরাসরি ব্রিটিশ উপনিবেশে থাকা আরবের একমাত্র এলাকা এডেন, যা এখন ইয়েমেনের একটি অংশ। তখনকার একটি ছবিতে দেখা যায়, রানিকে স্বাগত জানাচ্ছেন ব্রিটিশ কর্মকর্তারা। এ সময় তাঁকে এক নজর দেখতে ভিড় কর