Ajker Patrika

দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০: ৪৭
দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত

দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচ ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩১ জন। গতকাল সোমবার দোনেৎস্কের পকরোভস্ক শহরে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাশিয়া দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দুই দফার হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রথম হামলায় চারজন এবং দ্বিতীয় হামলায় একজন নিহত হন।

ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মানুষ হতাহতদের সন্ধানে হাত দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্সও অপেক্ষা করছিল আহতদের হাসপাতালে সরিয়ে নেওয়ার জন্য। ইগর ক্লিমেনকো জানান, আহতদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য, পাঁচজন উদ্ধারকারী বাহিনীর সদস্য, একজন শিশু এবং বাকিরা সাধারণ নাগরিক। আটকে পড়াদের উদ্ধাররে তৎপরতা চলছে। 
 
দোনেৎস্কের ইউক্রেন নিযুক্ত গভর্নর পাবলো কিরিলেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার হামলায় একটি হোটেল ভবন, বেশ কয়েকটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইউক্রেন অভিযোগ করেছে—রাশিয়া তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করেছে। তবে তাঁরা সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে আটক করেছে। দেশটির গোয়েন্দা বিভাগ এসবিইউর সদস্যরা ওই নারীকে আটক করে। 

এসবিইউ জানিয়েছে, আটক হওয়া নারী ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছিলেন। সংস্থাটি ওই নারীকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে নারীকে আটক করেছেন। তবে ওই নারীর চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত