Ajker Patrika

‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ তাগিদ দিতে নাইজার ঘুরে এলেন ভিক্টোরিয়া নুল্যান্ড

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১১: ২৩
‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ তাগিদ দিতে নাইজার ঘুরে এলেন ভিক্টোরিয়া নুল্যান্ড

সম্প্রতি এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমেকে ক্ষমতাচ্যুত করা হয়। বিষয়টি ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। পশ্চিম আফ্রিকায় পশ্চিমা বিশ্বের মিত্র বলে পরিচিত দেশটির ক্ষমতার এই পালাবদলকে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তাগিদ দিতে দেশটি সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের অভ্যুত্থানকারীদের গণতন্ত্র পুনরুদ্ধারের তাগিদ দিতেই দেশটি সফরে গিয়েছিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড। ২৬ জুলাই অভ্যুত্থানের পর এটি ছিল দেশটিতে কোনো মার্কিন কর্মকর্তার প্রথম সফর।

ভিক্টোরিয়া নুল্যান্ড সোমবার বলেছেন, তিনি নাইজারের রাজধানী নিয়ামেতে সামরিক বাহিনীর নেতা মুসা সালাউ বারমু ও তাঁর তিন কর্নেলের সঙ্গে ‘স্পষ্ট ও কঠিন’ আলোচনা করেছেন। নুল্যান্ড বলেন, তিনি নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট বাজুমে এবং সামরিক সরকারের স্বঘোষিত প্রধান আবদুর রহমানে চিয়ানির সঙ্গে দেখা করার অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে টেলিফোন ব্রিফিংয়ে তিনি সামরিক নেতাদের সঙ্গে তার আলোচনার একটি গুরুতর মূল্যায়নের প্রস্তাব দেন।

নুল্যান্ড বলেন, ‘তাঁরা (অভ্যুত্থানকারীরা) কীভাবে এগিয়ে যেতে চায়, সে বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি বেশ দৃঢ়। তবে এটি নাইজারের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ এ সময় নুল্যান্ড সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি তাঁর দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি অভ্যুত্থানের নেতারা নাইজারের সাংবিধানিক শাসনব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক হন, তবে যুক্তরাষ্ট্র এতে সহায়তা করতে প্রস্তুত।’ এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, তারা অভ্যুত্থানের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং বাজুমেকে পুনর্বহাল করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত