ক্যারিয়ারে এত পুরস্কার জয়ের কথা স্বপ্নেও ভাবতে পারেননি মেসি
লিওনেল মেসি মানেই পুরস্কার। পুরস্কারও যেন মেসিকেই খুঁজে নেয় বারবার। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—আর্জেন্টিনার তারকা ফুটবলার জিতে চলেছেন একের পর এক শিরোপা। পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারও পাচ্ছেন তিনি। রেকর্ড অষ্টমবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলারের কাছে এত পুরস্কার জয় একটু অকল