Ajker Patrika

ব্রাজিল-আর্জেন্টিনা ভয়ংকর ম্যাচ দেখে ভয় পেয়েছেন নেইমার

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২৩: ১৩
ব্রাজিল-আর্জেন্টিনা ভয়ংকর ম্যাচ দেখে ভয় পেয়েছেন নেইমার

মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেছে ভয়ংকর সব মুহূর্ত। মারাকানা কখন হয়ে গিয়েছিল ‘কুরুক্ষেত্র’। 

বাংলাদেশ সময় আজ ভোর সাড়ে ৬টায় মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে দুই দলের ফুটবলাররা মাঠে নামার আগেই শুরু হয় গন্ডগোল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টাইন সমর্থকেরা দুয়ো দিলে তাঁদের পেটানো শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। গ্যালারিতে তখন দাঙ্গা শুরু হলে তা থামাতে গিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করেছেন পুলিশ। তাতে ৩০ মিনিট দেরিতে শুরু হয় সুপারক্লাসিকো।  এরপর পুরো ম্যাচ জুড়ে শারীরিক শক্তি প্রদর্শনেই যেন ব্যস্ত ছিলেন দুই দলের ফুটবলাররা। 

অন্যদিকে লিগামেন্টের চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারেননি নেইমার। খেলতে না পারলেও ব্রাজিল-আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখেছেন তিনি। ম্যাচের ভয়ংকর পরিস্থিতি যেন তাঁকেও স্পর্শ করেছে। খেললে তিনিও হামলাকারীদের ‘লক্ষ্যবস্তু’ হতে পারতেন বলে আশঙ্কা করেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ভালো খেলা ছিল। ক্লাসিক ও বেশ উত্তাপ ছিল। এই ম্যাচ খেললে আমি তো অনেক মার খেতাম। আমার কাছে এটা তালগোল পাকানো এক ম্যাচ মনে হচ্ছিল।’ 

নিকোলাস ওতামেন্দির গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ফল ছাপিয়ে সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে হতাশ প্রকাশ করেছেন লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘অবশ্যই এটা খারাপ হলো। তারা (পুলিশ) কীভাবে লোকেদের মেরেছে আমরা দেখেছি। লিবার্তোদোরেসের ফাইনালেও এমনটি হয়েছিল। খেলোয়াড়দের পরিবার সেখানে (গ্যালারি) ছিল। ম্যাচের চেয়ে বিষয়টি নিয়ে আমরা বেশি চিন্তিত ছিলাম। আমরা ড্রেসিং রুমে গিয়েছিলাম কারণ এটি ছিল সবকিছু শান্ত করার সর্বোত্তম উপায়।’ আর ইনস্টাগ্রামে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার লিখেছেন, ‘এই দল ইতিহাস গড়েই চলেছে। মারাকানায় দারুণ এক জয় পেয়েছি। তবে আরও একবার ব্রাজিলে আর্জেন্টাইনরা অত্যাচারিত হয়েছে। এটা সহ্য করা যায় না। এর শেষ হওয়া দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত