আর্জেন্টিনার ম্যাচে আজ কেমন হবে তাঁর রেফারিং
মাঠের লড়াইয়ে শুধু দক্ষতা আর স্নায়ুর পরীক্ষাই নয়, খেলোয়াড়দের পরীক্ষা নেন রেফারিরাও। এবার পরীক্ষা আরও কঠিন করে তুলেছেন রেফারিরা। গোল দিয়ে গোল উদ্যাপন করতেও অনেক সময় চিন্তা করতে হচ্ছে। প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরে গোল বাতিল হলো না তো! বিপরীত ঘটনাও আছে, প্রযুক্তির সহায়তায় পেনাল্টি কিংবা গোলও মিলছে।