Ajker Patrika

মেসিকে মেক্সিকান বক্সারের হুমকি

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৫: ১২
মেসিকে মেক্সিকান বক্সারের হুমকি

মেক্সিকো ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল বাঁচা-মরার লড়াই। আর তাতে ভালোভাবেই উতরে গেছেন লিওনেল মেসিরা। দারুণ এক জয়ের পর পরশু ড্রেসিংরুমে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিল আর্জেন্টিনা। মেসিদের সেই উদ্‌যাপনে নাকি মেক্সিকোর জার্সি অসম্মানিত হয়েছে। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ।

মেসিদের সেই উদ্‌যাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়েছিল মেসির সামনে। একপর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে আর্জেন্টাইন অধিনায়কের। আলভারেজের আপত্তি এটা নিয়েই। মেসির প্রতি নিজের ক্ষোভ জানিয়ে তিনি লেখেন, ‘তোমরা কী দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুক মেসি, যেন আমার সামনে না পড়ে।’

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

এতটুকুতে থামেননি চারটি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা বক্সার আলভারেজ। আরেক টুইটে তিনি লেখেন, ‘ভক্তদের বিষয়টি আলাদা। আমরা তো অন্যের কাছে উদাহরণ। এত বেশি বেশি কোরো না...। আর্জেন্টিনাকে আমি যেমন শ্রদ্ধা করি, সেটা মেক্সিকোকেও করতে হবে তোমাকে। আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, আমি মেসির কথা বলছি...।’

আলভারেজ মেক্সিকোর পতাকা অসম্মানের অভিযোগ তুললেও ভিডিওতে অবশ্য মেসির আশপাশে মেক্সিকোর জাতীয় পতাকা দেখা যায়নি। আলভারেজের এই বিষয়টি নজর এড়ায়নি সাবেক আর্জেন্টিনা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর। তাঁর মতে, ফুটবলের ড্রেসিংরুম সম্পর্কে কোনো ধারণাই নেই মেক্সিকান বক্সারের। আগুয়েরো লেখেন, ‘জনাব ক্যানসেলো, কোনো ধরনের অজুহাত বা সমস্যার খোঁজে থাকবেন না। আমি নিশ্চিত, ফুটবল বা এই খেলার ড্রেসিংরুমে কী হয় আপনি জানেন না। ঘামের কারণে ম্যাচের পর জার্সিগুলো সব সময় মেঝেতেই রাখা হয়। আর এরপর যদি আপনি লক্ষ্য করে থাকেন, দেখবেন সে বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লেগে যায়।’

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত