ঈদে মেয়ে ও জামাইকে উপহার দিতে পারেননি, অভিমানে অভাবী বৃদ্ধার আত্মহত্যা
বৃদ্ধার বড় ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বছর অভাবের কারণে ঈদে জামাই, মেয়ে ও নাতিদের কাপড়চোপড় দিতে পারেননি মা। এ জন্য একাধিকবার আফসোস করেছেন। গত রোববার মেয়েকে বলেই ফেলেছিলেন, এমন জীবন রাখবেন না তিনি। আজ তাই করলেন।’