Ajker Patrika

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক ঘটনায় স্কুলছাত্রী ও গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪: ০৯
রাজধানীর খিলগাঁওয়ে পৃথক ঘটনায় স্কুলছাত্রী ও গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক ঘটনায় গৃহকর্মী ও স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তারা আত্মহত্যা করেছে। 

রাজধানীর খিলগাঁও বনশ্রীর ৫ নম্বর রোডের বাসায় জবা আক্তার যুথি (১৩) ও খিলগাঁও গোড়ানের বাসায় ফাবিয়া জাহান ফিহিমা (১২) আত্মহত্যা করে। তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে গৃহকর্মী যুথিকে রাত ১২টার দিকে ও ফাবিয়া জাহান ফিহিমাকে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত জবা জয়পুরহাট সদর উপহালট্রি পুরাগোচন গ্রামের জুয়েল মন্ডলের মেয়ে। বর্তমানে রামপুরা বনশ্রীর ৫ নম্বর রোডের জি ব্লকে শাকিনুল আলম ও নুরে জান্নাতের বাসায় কাজ করত। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, ‘রাতে সংবাদ পেয়ে বনশ্রীর ওই বাসায় গিয়ে গৃহকর্মী জবাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় পাই। পরে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গৃহকর্তা শাকিনুল আলম ও গৃহকর্ত্রী নুরে জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। জবার পরিবার অভিযোগ দিলে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। 

এসআই আরও জানান, মৃত জবা বনশ্রীর ওই বাসায় এক বছর যাবৎ কাজ করত। মাঝে মাঝে কাজের বিষয় নিয়ে গৃহকর্ত্রী নুরে জান্নাত মারধর ও বকাবকি করতেন। গতকাল বাসার একটি পোষা বিড়াল জানালা দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় জবাকে মারধর করেন গৃহকর্ত্রী নুরে জান্নাত। এসব কারণে আত্মহত্যা করতে পারে জবা। এদিকে জবার বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। জবার মা-ও দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

মৃত ফাবিয়া জাহান ফিহিমা চাঁদপুর সদর উপজেলার হাসান করদি গ্রামের শাজাহান খানের মেয়ে। বর্তমানে খিলগাঁও পূর্ব গোড়ানের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত। মতিঝিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এস এম জাকির হোসেন জানান, গত রাতে ফাবিহা বাসার ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ওই বাসায় গিয়ে ফাবিয়াকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এসআই আরও জানান, মেয়ের পরিবার থেকে জানা গেছে তার মানসিক সমস্যা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত