পশুর হাড় আনছে টাকা
একটা সময় গ্রামের বাড়িতে ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের পর খুলি ও শিং ঝুলিয়ে রাখা হতো বাড়ির সামনে। বয়োজ্যেষ্ঠরা বিশ্বাস করতেন, এগুলো বাড়ির সামনে রাখলে ভূত-প্রেত বাড়িতে প্রবেশ করে না। কিন্তু এখন দিন পাল্টেছে। মানুষ এখন আর ভূত-প্রেতে বিশ্বাস করে না। তাই গ্রামের বাড়িতে এসব আর খুব একটা দেখা যায় না।