বাজারে এসেছে নতুন আলু ও গোয়ালগাদ্দা শিম , দাম চড়া
শীত মানেই নতুন সবজি। বাজারে আগেই এসেছিল ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মুলা, লাল শাক, মুলার শাকসহ নানা ধরনের শীতকালীন শাক। এবার তার সঙ্গে যোগ হয়েছে নতুন আলু ও সিলেটে উৎপাদিত ‘গোয়ালগাদ্দা’ শিম। বাজারে চাহিদা থাকায় নতুন আলু আর গোয়ালগাদ্দা শিম বিক্রি হচ্ছে চড়া দামে।