Ajker Patrika

‘আফ্রিকা থেকে এলে বোর্ডিং পাস দেওয়া হবে না’

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
‘আফ্রিকা থেকে এলে বোর্ডিং পাস দেওয়া হবে না’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আফ্রিকায় আমাদের বিমান যায় না। তবে অন্য কোনো এয়ারলাইনসে সে দেশ থেকে কেউ এলে তাঁদের বোর্ডিং পাস দেওয়াহবে না।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সালুটিকর এলাকায় উন্নয়ন সহযোগী সংস্থা কেপ ফাউন্ডেশনের ‘আরফান ভিলেজ’-এর উদ্বোধনকালে ওমিক্রন সতর্কতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফ্রিকা থেকে আসাদের বোর্ডিং পাস যদি দিতেও হয় তবে যাঁদের ডাবল ভ্যাকসিন আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ তাঁদের দেওয়া হবে। দেশে এসে তাঁদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

তিনি বলেন, আফ্রিকার আশপাশের দেশগুলোতে যাঁরা আঁছেন তাদের ডিসকারেজ করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেওয়া হয়েছে। তবে ওমিক্রন মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ১০ ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্রসচিব আসবেন। তাঁর সফরের পর এই বিষয়টি জানা যাবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ক্যাপ ফাউন্ডেশনের সিইও মো. আব্দুল নূর, চ্যানেল এস-এর চেয়ারম্যন আহমেদুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত