Ajker Patrika

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পক্ষ শুরু

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
Thumbnail image

ট্রাফিক আইন মানতে উৎসাহিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ট্রাফিক পক্ষের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার নগরীর মোড়ে মোড়ে ট্রাফিক আইন মেনে চলতে গাড়ি ও মোটরসাইকেল চালকদের উৎসাহিত করতে দেখা গেছে। এ সময় আইন না মানায় অনেকের নামে মামলা দিতেও দেখা গেছে। ট্রাফিক পক্ষের অংশ হিসেবে গত বুধবার প্রচার শুরু হয়।

মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে মহানগরীতে ১৫ দিন ধরে চলবে ট্রাফিক পক্ষ। কেউ আইন না মেনে চলাচল করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

এ সময় তিনি জনসাধারণকে ট্রাফিক আইন মানতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।

ট্রাফিক পক্ষ চলাকালীন মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে তল্লাশি চৌকি থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা জ্যোতির্ময় সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত