Ajker Patrika

আ.লীগ নেতার ভাই কারাগারে

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ৩৭
আ.লীগ নেতার ভাই কারাগারে

ভুয়া দলিলে ৪ কোটি টাকার সরকারি জমি হাতিয়ে নেওয়ার মামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই মো. মুসলিম আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গত বুধবার সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা না-মঞ্জুর করেন বিচারক মো. বজলুর রহমান।

মামলার তিন নম্বর আসামি লিয়াকত আলী ১০ নভেম্বর একই আদালতে জামিন পান।

এর আগে গত ১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন দুদক সিলেটের আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক আশরাফ উদ্দিন।

পরে ২৮ অক্টোবর আদালত দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী জানান, মামলার প্রধান আসামি আখলাকুল আম্বিয়া চৌধুরী, আজির উদ্দিন, মো. মীর জাহান ও তৎকালীন সাবরেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার পলাতক রয়েছেন।

জৈন্তাপুরে ৪ কোটি টাকারও বেশি মূল্যের সরকারি ভূমি দখলে নিয়ে ভুয়া তথ্যে নিজের নামে দলিল করে নেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলা পরিষদ ভবনের বিপরীতে উপজেলা সদর বাজারে জমিটির অবস্থান। স্থানীয় আখলাকুল আম্বিয়া চৌধুরী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি এ জমি দখল করে রেখেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৫ সালে সরকারের পক্ষে রায় দেন উচ্চ আদালত।

পরে জমিটি দখলে রাখতে আম্বিয়া চৌধুরী ওই বছরের ২৭ এপ্রিল অবৈধভাবে পাওয়ার অব অ্যাটর্নি নিযুক্ত করেন লিয়াকত আলীর ভাই মুসলীম আলীকে। এর ২১ দিনের মাথায় ১৮ মে মুসলীম আলী জমিটি মাত্র ৪ লাখ টাকায় দলিল করে দেন লিয়াকত আলীকে।

২০১৮ সালের ৭ মার্চ সিলেটের সিনিয়র বিশেষ জজ আদালতে জৈন্তাপুরের করগ্রামের মনির আহমদ জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের ৪ কোটি টাকা মূল্যের সরকারি ভূমি অবৈধভাবে কেনাবেচার অভিযোগে মামলা করেন। পরে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে মামলা করে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত