মহানগরীতে আরও ৩ থানা
পুলিশি সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে আরও তিনটি নতুন থানা গঠনের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (সিএমপি)। প্রস্তাবিত থানাগুলো হচ্ছে-গাজী বুরহান উদ্দিন (রহ.) থানা, শাহী ঈদগাহ থানা ও জালালপুর থানা। নতুন এ তিন থানা গঠিত হলে মহানগরে থানার সংখ্যা দাঁড়াবে ৯টি।