Ajker Patrika

দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ০৫
দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট মহানগরে অজ্ঞাপরিচয় এক যুবক ও কানাইঘাট উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুটি লাশই গতকাল রোববার উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

সিলেট: মহানগরীর ধোপাদিঘীর উত্তরপাড় এলাকা থেকে অজ্ঞাতপিরচয় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ওই এলাকার প্রাণীসম্পদ অধিদপ্তরের কোয়ার্টারের সামনে পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন খান।

তিনি বলেন, ‘ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার গলায় ফাঁসের চিহ্ন আছে। তবে এটা খুন কি না তা আমরা এখনই বলতে পারছি না। ময়নাতদন্তের পর জানা যাবে।’

গোয়াইনঘাট: গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম নিলুফা আক্তার নিলু। তিনি উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের মামুন আহমেদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ নিলুফা গতকাল রোববার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন থানা–পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা–পুলিশের উপপরিদর্শক লিটন রায় এবং আব্দুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত