Ajker Patrika

জেলা জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ১৫
জেলা জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর দরগা গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়ার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট ২ আসনের সাবেক সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদ।

জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা যুবসংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জেলা জাতীয় পার্টির সদস্য নাজমুল ইসলাম, সুফি মাহমুদ প্রমুখ।

সভায় সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য জাতীয় পার্টি ভবিষ্যতে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে। কারণ জাতীয় পার্টি সাধারণ মানুষের পক্ষে কথা বলে। দেশের মানুষ যাতে নিরাপদ থাকে এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যেই জাতীয় পার্টির পথচলা। এ জন্য নেতা–কর্মীদের সংগঠিত হয়ে কাজ করার জন্য আরবান জানান তিনি। পাশাপাশি কেন্দ্রের নির্দেশনা পেলেই আগামী ফেব্রুয়ারি-মার্চের দিকে সিলেটে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত বলে মন্তব্য করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত