Ajker Patrika

বিএনপির সমাবেশে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ২২
বিএনপির সমাবেশে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি

সিলেট মুক্ত দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত সমাবেশে নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে নগরীর রেজিস্টারি মাঠে সমাবেশস্থলে এই ঘটনা ঘটে।

সিলেট মুক্ত দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছার আগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় দুপক্ষের কর্মীরা দর্শক সারির চেয়ার তুলে এক পক্ষ অপর পক্ষের দিকে ছুড়তে থাকে।

এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন বিক্ষুব্ধ কর্মীরা। কয়েক মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। চেয়ার ছোড়াছুড়ির সময় আশপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে সভাস্থল থেকে ভয়ে দিগ্‌বিদিক ছুটতে থাকেন।

এই সংঘাতময় পরিস্থিতির জন্য সরকারি দলের অনুপ্রবেশকারীদের দায়ী করেছেন বিএনপি নেতারা।

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকি বলেন, বিএনপির সভাকে পণ্ড করার উদ্দেশ্যে সরকার দলীয় লোকেরা সভাস্থলে এসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। তবে তারা সফল হয়নি।

পরে, তিনটার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, বিএনপির সমাবেশে কিছু হট্টগোল হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট শহরসহ দেশের বৃহত্তর এই উত্তর-পূর্বাঞ্চল পাকিস্তানি শত্রুমুক্ত হয়। সিলেট মুক্ত দিবস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত