মাছ থেকে প্রোটিনযুক্ত শুকনো ৯টি খাবার
খাবারগুলো ‘রেডি টু কুক’ বা প্যাকেট ছিঁড়েই রান্নার উপযোগী। এর মধ্যে রয়েছে তেলাপিয়া ও টুনার ফিশ বল, পাঙাশ ও ম্যাকেরেলের ফিশ সসেজ, তেলাপিয়া ও হোয়াইট স্ন্যাপারের ব্যাটারড অ্যান্ড ব্রেডেড ফিশ এবং মেরিনেটেড সারডিন। এ ছাড়া রেডি টু ইট, অর্থাৎ প্যাকেট খুলেই খাওয়া যাবে তেলাপিয়া ও টুনার ফিশ ক্র্যাকার্স।