রিমন রহমান, রাজশাহী
দলীয় কোন্দলে জেরবার হয়ে পড়েছে রাজশাহী মহানগর বিএনপি। একে তো রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতা নগর আহ্বায়ক কমিটির সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না, এখন নগর কমিটির নেতাদের মধ্যেও দেখা দিয়েছে বিভেদ। এর জেরে নগর কমিটির সদস্যসচিবকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে।
সদস্যসচিব মামুন-অর-রশিদ দলের দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে মোটর শ্রমিক, দিনমজুর ও বিভিন্ন এলাকার চিহ্নিত মাদক সেবনকারীদের নিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হয়েছে। ৫ জুন আহ্বায়ক কমিটির জরুরি সভায় মামুনকে অব্যাহতি দিতে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। রেজুলেশনে এটি লিখে পরদিন ৬ জুন সুপারিশ পাঠানো হয়েছে। এতে আটজন সই করেছেন।
সদস্যসচিবকে অব্যাহতির সুপারিশ করা নেতারা হলেন আহ্বায়ক এরশাদ আলী ঈসা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক, বজলুল হক মন্টু ও জয়নাল আবেদীন শিবলী। গত বছরের ডিসেম্বরে নগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাস পর ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে দেয় কেন্দ্র। কিন্তু এই কমিটিতে নেই নগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু নগর বিএনপি থেকে অনেকটাই দূরে।
সদস্যসচিব মামুনকে অব্যাহতির সুপারিশে বলা হয়েছে, কমিটি গঠনের পর থেকেই মামুন নিজস্ব বলয় তৈরির চেষ্টা করছেন, যাঁদের তৃণমূল বিএনপিতে এবং সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই।
এতে উল্লেখ করা হয়, গত ২ মার্চ রাজশাহীর বানেশ্বরে জেলা বিএনপির সমাবেশ হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই সমাবেশে মামুনের ক্যাডাররা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা মঞ্চে ইটপাটকেল ও স্যান্ডেল ছুড়ে মারে। বানেশ্বরের ঘটনার জেরে একই দিন মামুনের ক্যাডাররা বোমা ফাটিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ওপরে হামলা করে।
গত ৫ মার্চ নগরীর ভুবনমোহন পার্কে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে ৩০ থেকে ৩৫ জনের ক্যাডার বাহিনী নিয়ে এসে বিশৃঙ্খলা করেন মামুন। চিঠিতে আরও বলা হয়েছে, একই দিনে মামুনের সঙ্গে থাকা তাঁতী লীগ নেতা রনি ও রানা মিলে ১৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রিয়াজকে প্রকাশ্যে হত্যা করেন এবং তাঁর ভাই রিংকুকে মারাত্মকভাবে আহত করেন।
সুপারিশে বলা হয়েছে, ১৪ মে জেলা ও মহানগর বিএনপির সমাবেশেও বিশৃঙ্খলা ঘটান মামুন। ২৬ মে প্রতিবাদ সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা হয়। সেখানে মামুন নেশাগ্রস্ত কর্মীদের নিয়ে আসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার ওপরে চড়াও হন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে মামুন তাঁর নেশাগ্রস্ত ক্যাডার বাহিনী নিয়ে উপস্থিত হয়ে নজরুল হুদার ওপর চড়াও হন।
মামুনের বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। এরশাদ ক্ষমতায় আসার পর মামুন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপি ক্ষমতায় এলে তিনি এ দলে যোগ দেন। তাই মামুনকে বাদ দিয়ে কিছু সংযোজন-বিয়োজন করে নতুন ও পুরোনোদের নিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাবি জানানো হয়েছে। তা না হলে মহানগর বিএনপি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
অব্যাহতির সুপারিশ করার বিষয়ে জানতে চাইলে সদস্যসচিব মামুন-অর-রশিদ কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কোনো কথা বলব না। এতটুকু লিখে দিলেই আমি খুশি।’
সদস্যসচিবের বিষয়ে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেননি আহ্বায়ক এরশাদ আলী ঈসা। তবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মিনু ভাই, বুলবুল ভাই, মিলন ভাই নগর বিএনপিকে কোনো সাহায্য করেন না। খোঁজ নেন না। বুলবুল-মিলন তো এই কমিটির বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ করেছে। এখন মামুনের কারণে আহ্বায়ক কমিটিও সফলতা পাচ্ছে না। তাই তাঁকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’
নগর বিএনপির সঙ্গে না থাকার বিষয়ে জানতে চাইলে সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, ‘হাইকমান্ড আহ্বায়ক কমিটি করে দিয়েছে। তাঁদের নেতৃত্বে নগর বিএনপি চলছে। আপাতত আমরা তাঁদের ওপরেই ছেড়ে দিয়েছি। এখন ওনাদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। আমরা বিশৃঙ্খলা করার জন্য যাব না, শৃঙ্খলা করার জন্য যাব।’
দলীয় কোন্দলে জেরবার হয়ে পড়েছে রাজশাহী মহানগর বিএনপি। একে তো রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতা নগর আহ্বায়ক কমিটির সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না, এখন নগর কমিটির নেতাদের মধ্যেও দেখা দিয়েছে বিভেদ। এর জেরে নগর কমিটির সদস্যসচিবকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে।
সদস্যসচিব মামুন-অর-রশিদ দলের দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে মোটর শ্রমিক, দিনমজুর ও বিভিন্ন এলাকার চিহ্নিত মাদক সেবনকারীদের নিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হয়েছে। ৫ জুন আহ্বায়ক কমিটির জরুরি সভায় মামুনকে অব্যাহতি দিতে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। রেজুলেশনে এটি লিখে পরদিন ৬ জুন সুপারিশ পাঠানো হয়েছে। এতে আটজন সই করেছেন।
সদস্যসচিবকে অব্যাহতির সুপারিশ করা নেতারা হলেন আহ্বায়ক এরশাদ আলী ঈসা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক, বজলুল হক মন্টু ও জয়নাল আবেদীন শিবলী। গত বছরের ডিসেম্বরে নগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাস পর ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে দেয় কেন্দ্র। কিন্তু এই কমিটিতে নেই নগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু নগর বিএনপি থেকে অনেকটাই দূরে।
সদস্যসচিব মামুনকে অব্যাহতির সুপারিশে বলা হয়েছে, কমিটি গঠনের পর থেকেই মামুন নিজস্ব বলয় তৈরির চেষ্টা করছেন, যাঁদের তৃণমূল বিএনপিতে এবং সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই।
এতে উল্লেখ করা হয়, গত ২ মার্চ রাজশাহীর বানেশ্বরে জেলা বিএনপির সমাবেশ হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই সমাবেশে মামুনের ক্যাডাররা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা মঞ্চে ইটপাটকেল ও স্যান্ডেল ছুড়ে মারে। বানেশ্বরের ঘটনার জেরে একই দিন মামুনের ক্যাডাররা বোমা ফাটিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ওপরে হামলা করে।
গত ৫ মার্চ নগরীর ভুবনমোহন পার্কে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে ৩০ থেকে ৩৫ জনের ক্যাডার বাহিনী নিয়ে এসে বিশৃঙ্খলা করেন মামুন। চিঠিতে আরও বলা হয়েছে, একই দিনে মামুনের সঙ্গে থাকা তাঁতী লীগ নেতা রনি ও রানা মিলে ১৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রিয়াজকে প্রকাশ্যে হত্যা করেন এবং তাঁর ভাই রিংকুকে মারাত্মকভাবে আহত করেন।
সুপারিশে বলা হয়েছে, ১৪ মে জেলা ও মহানগর বিএনপির সমাবেশেও বিশৃঙ্খলা ঘটান মামুন। ২৬ মে প্রতিবাদ সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা হয়। সেখানে মামুন নেশাগ্রস্ত কর্মীদের নিয়ে আসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার ওপরে চড়াও হন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে মামুন তাঁর নেশাগ্রস্ত ক্যাডার বাহিনী নিয়ে উপস্থিত হয়ে নজরুল হুদার ওপর চড়াও হন।
মামুনের বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। এরশাদ ক্ষমতায় আসার পর মামুন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপি ক্ষমতায় এলে তিনি এ দলে যোগ দেন। তাই মামুনকে বাদ দিয়ে কিছু সংযোজন-বিয়োজন করে নতুন ও পুরোনোদের নিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাবি জানানো হয়েছে। তা না হলে মহানগর বিএনপি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
অব্যাহতির সুপারিশ করার বিষয়ে জানতে চাইলে সদস্যসচিব মামুন-অর-রশিদ কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কোনো কথা বলব না। এতটুকু লিখে দিলেই আমি খুশি।’
সদস্যসচিবের বিষয়ে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেননি আহ্বায়ক এরশাদ আলী ঈসা। তবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মিনু ভাই, বুলবুল ভাই, মিলন ভাই নগর বিএনপিকে কোনো সাহায্য করেন না। খোঁজ নেন না। বুলবুল-মিলন তো এই কমিটির বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ করেছে। এখন মামুনের কারণে আহ্বায়ক কমিটিও সফলতা পাচ্ছে না। তাই তাঁকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’
নগর বিএনপির সঙ্গে না থাকার বিষয়ে জানতে চাইলে সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, ‘হাইকমান্ড আহ্বায়ক কমিটি করে দিয়েছে। তাঁদের নেতৃত্বে নগর বিএনপি চলছে। আপাতত আমরা তাঁদের ওপরেই ছেড়ে দিয়েছি। এখন ওনাদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। আমরা বিশৃঙ্খলা করার জন্য যাব না, শৃঙ্খলা করার জন্য যাব।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৫ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪