জোড়ালাগা সন্তান নিয়ে দিশেহারা দরিদ্র পরিবার
ঘর আলোকিত করে যখন নতুন অতিথি আসে, তখন মা-বাবা ও স্বজনদের আনন্দের শেষ থাকে না। কিন্তু সেই সন্তান যদি স্বাভাবিক না হয়, দেখা দেয় দুশ্চিন্তা। পীরগাছায় বুক জোড়া লাগানো দুই শিশু কন্যাকে নিয়ে এমনই পরিস্থিতিতে পড়েছে এক দরিদ্র দম্পতি।