Ajker Patrika

করোনা টিকার দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন শুরু সোমবার

তারাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ১১
করোনা টিকার দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন শুরু সোমবার

বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা। এমন অবস্থায় টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য তারাগঞ্জে ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামী সোমবার। এই কার্যক্রম চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলার পাঁচ ইউনিয়নের ১৫টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী, চিকিৎসা কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়াররা (এমএইচভি) অংশ নেন। সভায় করোনার টিকাদান নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন জানান, ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি করোনা টিকার দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন করা হবে।

এতে কেউ যাতে বাদ না পড়েন সে জন্য মাঠ পর্যায় থেকে সব স্বাস্থ্যকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত