Ajker Patrika

জোড়ালাগা সন্তান নিয়ে দিশেহারা দরিদ্র পরিবার

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০: ২২
জোড়ালাগা সন্তান নিয়ে দিশেহারা দরিদ্র পরিবার

ঘর আলোকিত করে যখন নতুন অতিথি আসে, তখন মা-বাবা ও স্বজনদের আনন্দের শেষ থাকে না। কিন্তু সেই সন্তান যদি স্বাভাবিক না হয়, দেখা দেয় দুশ্চিন্তা। পীরগাছায় বুক জোড়া লাগানো দুই শিশু কন্যাকে নিয়ে এমনই পরিস্থিতিতে পড়েছে এক দরিদ্র দম্পতি।

উপজেলার কল্যাণী ইউনিয়নের বিহারি গ্রামের খলিল মিয়া ও হালিমা বেগম দম্পতির ঘরে শিশু দুটির জন্ম হয়েছে। রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ১২ ডিসেম্বর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

ভ্যানচালক খলিল দুই সন্তান ও স্ত্রীর চিকিৎসা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। চিকিৎসক শিশু দুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিলেও টাকার অভাবে তাদের বাড়িতেই রাখা হয়েছে। বর্তমানে শিশু দুটি ও তাদের মা হালিমা কাউনিয়ার সাধু কুটিরঘাট এলাকায় নানার বাড়িতে অবস্থান করছে।

জানা গেছে, জন্মের পর শিশু দুটির অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন নিবিড় পরিচর্যার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দেন চিকিৎসকেরা।

খলিল বলেন, ‘বিয়ের তিন বছরের মাথায় প্রথম সন্তানের আগমনে খুশি হয়েছিলাম। কিন্তু বাচ্চাদের জন্ম নেওয়ার পর সেই হাসি মলিন হয়ে গেছে। স্ত্রীর সিজারসহ বাচ্চাদের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা অন্যের কাছে ধার করেছি। এখন কী করব জানি না। ভ্যান চালিয়ে সংসার চালাই। চিকিৎসা তো দূরের কথা, গাড়ি ভাড়াই নেই।’

নবজাতক দুটির মা হালিমা বলেন, ‘আল্লাহ আমাকে কঠিন পরীক্ষায় ফেলছে। আমার সিজারের অংশে পেটের ভেতরে ইনফেকশন হয়েছে। হাঁটতে পারছি না। ভ্যান চালিয়ে বাচ্চা দুটির দুধসহ ওষুধ কিনে খাওয়ার টাকা জোগাড় করতে পারছে না আমার স্বামী। দিনমজুর বাবার বাসায় উঠেছি। এই বাচ্চা দুটিকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো আমাদের পক্ষে অসম্ভব। আমি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান বাবলু কুমার সাহা জানান, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘কনজয়েন্ট টুইন’ হিসেবে জন্ম নেওয়া নবজাতক শিশু দুটিকে সার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করতে বলা হয়। খরচ বেশি হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে পারলে সেখানে সুচিকিৎসা হবে। সেখানে যাবতীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...