ডিভোর্সি মেয়ের শুভ বিবাহের গল্প
বাড়ি থেকে সুধাময়ীর জন্য পাত্র দেখা চলছে। তবে যখন শুনছে মেয়ে ডিভোর্সি, তখনই বিয়ের আলোচনায় দাঁড়ি পড়ছে। পাত্রপক্ষের কাছে নিজের সত্যিটা বলে ফেলায়, নিজের বাড়ির লোকের কাছেও গালমন্দ শুনতে হচ্ছে তাকে। তবে যে যা-ই বলুক, সুধার একটাই জবাব, ‘নিজের সত্যিটা লুকিয়ে আমি বিয়ে করতে চাই না।’