Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮: ২৭
এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

⊲ বিজয়া (বাংলা সিরিজ)
অভিনয়: স্বস্তিকা মুখার্জি, সাহেব চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: একটি ছোট শহরে বসবাসকারী বিজয়া তার ছেলেকে পাঠায় কলকাতায়। উচ্চশিক্ষার জন্য। তবে বিজয়ার শান্ত, নিস্তরঙ্গ জীবন হঠাৎ ছারখার হয়ে যায় যখন সে খবর পায়, কলকাতায় তার ছেলে আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর আহত হয়ে সে এখন কোমায়। ছেলের জন্য কলকাতায় আসে বিজয়া। এরপর শুরু হয় তার লড়াই, ছেলের আত্মহত্যার কারণ খুঁজে বের করার, অপরাধীদের শাস্তি দেওয়ার।
 
⊲ রইল বাকি ১০ (বাংলা সিরিজ)
অভিনয়: এফ এস নাঈম, অর্চিতা স্পর্শিয়া, শতাব্দী ওয়াদুদ, নাদের চৌধুরী, আহসান হাবিব নাসিম
দেখা যাবে: টফি
গল্পসংক্ষেপ: একটা শহরে ধারাবাহিকভাবে খুন হচ্ছে। তদন্তে নামে পুলিশ। বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। খুনের সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম ভাবা হচ্ছিল, তারা কেউ খুনি নয়। তদন্তে উঠে আসে এক সিরিয়াল কিলারের নাম। তাকে হন্য হয়ে খুঁজতে থাকে পুলিশ।
 
⊲ মির্জাপুর থ্রি (হিন্দি সিরিজ)
অভিনয়: পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠি, রসিকা দুগাল, বিজয় ভার্মা
দেখা যাবে: প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: দ্বিতীয় সিজনে গুড্ডু ও গোলু হত্যার চেষ্টা করেছিল কালিন ভাইয়াকে। পালিয়ে জীবন বাঁচায় সে। ওদিকে কালিন ভাইয়ার স্ত্রী খুন করে মকবুল বাউজিকে। মারা যায় আরো কয়েকজন। মুন্না ত্রিপাঠী ও কালিন ভাইয়ার অনুপস্থিতিতে বীণা ত্রিপাঠীর সাহায্যে পূর্বাঞ্চলের সিংহাসন দখল করে গুড্ডু। ট্রেলার দেখে মনে হচ্ছে, এই সিজনে গুড্ডুর পতন হতে পারে। কারণ, ক্ষমতা অনেক চালাক মানুষকেও অন্ধ করে দেয়।
 
⊲ শ্রীকান্ত (হিন্দি সিনেমা)
অভিনয়: রাজকুমার রাও, আলায়া, জ্যোতিকা, জামিল খান
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলারের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এ সিনেমা। অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনামের বাসিন্দা শ্রীকান্ত জন্মগতভাবেই দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ম্যানেজমেন্ট সায়েন্সে প্রথম দৃষ্টিশক্তিহীন ছাত্র। দৃষ্টিশক্তি না থাকলেও আকাশছোঁয়া স্বপ্ন দেখা থেকে তাঁকে কেউ আটকাতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত