Ajker Patrika

আলিয়া ভাট এবার আলফা

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮: ২৩
আলিয়া ভাট এবার আলফা

বলিউড কিংবা দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রি চিরকাল ‘আলফা মেল’-এর জয়জয়কারে বিশ্বাস করে এসেছে। দুই-একটি নারীকেন্দ্রিক সিনেমা তৈরি হলেও তাতে নায়িকাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যেই বেঁধে দেওয়া হতো। এখন চিত্রটা ধীরে ধীরে বদলাচ্ছে। ‘আলফা মেল’ হিরোর চিরাচরিত ধারণা ভেঙে নায়িকাদেরও নায়কোচিতভাবে পর্দায় দেখানো শুরু হয়েছে। হলিউডের মতো বলিউডেও দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাঁদের দিয়ে ধুন্ধুমার অ্যাকশন করানো হচ্ছে।

আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রামবলিউডে এবার চোখধাঁধানো অ্যাকশনে নামছে দুই নারী স্পেশাল এজেন্ট। নায়কের পাশে নয়, বরং একাই এক শ হয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। শুক্রবার যশ রাজ ফিল্মস প্রকাশ করল, তাদের স্পাই ইউনিভার্সের আগামী সিনেমার নাম হবে ‘আলফা’। শব্দটি যে শুধু পৌরুষের প্রতীক নয়, তা প্রমাণ করতেই সিনেমার এমন শিরোনাম ভাবা হয়েছে। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এ পৌরুষের বন্দনা নিয়ে যে চর্চা শুরু হয়েছিল, আলিয়া ভাটের ‘আলফা’র হাত ধরে তারই বিপরীত আখ্যান লেখা হচ্ছে বলিউডে।

‘টাইগার’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ ফ্র্যাঞ্চাইজির পর এবার আলিয়ার হাত ধরে গুপ্তচর ব্রহ্মাণ্ডের নতুন দরজা খুলতে চলেছে যশ রাজ ফিল্মস। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’-এর মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল শিব রাওয়ালের। তিনিই আলফা বানাবেন। এ সিনেমায় প্রচুর অ্যাকশন ও স্টান্ট থাকবে। অ্যাকশনের জন্য শুটিং শুরুর প্রায় চার মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছেন আলিয়া ও শর্বরী।

আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রামসিনেমার নাম ঘোষণার সঙ্গে যে টিজার প্রকাশিত হয়েছে, তাতে আলিয়ার কণ্ঠে শোনা যাচ্ছে, ‘গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর আর আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য—সবচেয়ে আগে, সবচেয়ে ক্ষিপ্র, সবচেয়ে সাহসী। খেয়াল করলে দেখা যাবে, প্রতিটি শহরই একেকটা জঙ্গল। আর সেই জঙ্গলে রাজত্ব করে আলফা।’

আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রামএর আগে হলিউডের ‘হার্ট অব স্টোন’-এ আলিয়াকে অ্যাকশন করতে দেখা গেছে। তবে এবার আলফায় স্পেশাল এজেন্ট হিসেবে আরও দুর্ধর্ষ রূপে আসতে চলেছেন তিনি, সঙ্গে শর্বরীও। জানা গেছে, সিনেমার কাজ শুরু হয়ে গেছে এরই মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত