Ajker Patrika

৪৩ বছর পূর্তিতে লোক নাট্যদলের বছরব্যাপী আয়োজন

৪৩ বছর পূর্তিতে লোক নাট্যদলের বছরব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৪৩ বছর পূর্ণ করছে দেশের অন্যতম প্রধান নাট্যসংগঠন লোক নাট্যদল। ১৯৮১ সালের ৬ জুলাই পথচলা শুরু করা নাট্যদলটি এ পর্যন্ত উপহার দিয়েছে ৩২টি বিভিন্ন স্বাদ ও আঙ্গিকের নাটক।

বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী আয়োজন সাজিয়েছে দলটি। আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় দলের মালিবাগের কার্যালয়ে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘সোনাই মাধব’ নাটকের ২০০তম মঞ্চায়ন। এ বছরই একটি নতুন নাটক মঞ্চায়ন ও নাট্যোৎসব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে তারিক আনাম খান কর্তৃক রূপান্তরিত ‘কঞ্জুস’ লোক নাট্যদলের অন্যতম প্রযোজনা, যা প্রায় ৮০০তম রজনীতে মঞ্চস্থ হয়েছে। মৈমনসিং গীতিকা অবলম্বনে ‘সোনাই মাধব’ লোক নাট্যদলের অন্যতম সেরা নিরীক্ষাধর্মী নাটক। বর্তমানে সোনাই মাধব ২০০তম মঞ্চায়নের দ্বারপ্রান্তে। লোক নাট্যদলের অন্যান্য সেরা নাটকের মধ্যে রয়েছে ‘পদ্মা নদীর মাঝি’, ‘বৈকুন্ঠের খাতা’, ‘রথযাত্রা’, ‘বশীকরণ’, ‘মধুমালা’, ‘শিল্পী’, ‘আ মিড সামার নাইটস ড্রিম’, ‘বিধি ও ব্যতিক্রম’, ‘সিদ্ধিদাতা’, ‘তুষাগ্নি’, ‘সুন্দর’, ‘মাঝরাতের মানুষেরা’, ‘তপস্বী ও তরঙ্গিনী’, ‘ঠিকানা’ ইত্যাদি।

লোক নাট্যদল তার বিভিন্ন প্রযোজনা নিয়ে দেশ-বিদেশে প্রায় দুই হাজার রজনীতে দর্শকদের সামনে হাজির হয়েছে। দলের জনপ্রিয় ও নিরীক্ষাধর্মী নাটকগুলো বিভিন্ন আন্তর্জাতিক নাট্যোৎসবে নানা দেশে মঞ্চস্থ হয়েছে। এ ছাড়া বিভিন্ন দুর্যোগে ও মানবতার সহায়তায় লোক নাট্যদল তার জনপ্রিয় নাটকগুলো মঞ্চায়ন করে অর্জিত অর্থ মানুষের হাতে তুলে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত