ইমতিয়াজের সিনেমা দিয়ে বলিউডে ফাহাদ ফাসিল
হিন্দি সিনেমায় দুই দশক ধরে ভিন্নধর্মী কাজ উপহার দিয়ে আসছেন ইমতিয়াজ আলী। ‘জাব উই মেট’, ‘লাভ আজ কাল’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’, ‘তামাশা’ এবং সর্বশেষ ‘অমর সিং চামকিলা’ দিয়ে বলিউডের প্রথম সারির নির্মাতাদের তালিকায় স্থান করে নিয়েছেন ইমতিয়াজ।