Ajker Patrika

ববিতা ও মৌসুমীর স্মৃতিতে সালমান

ববিতা ও মৌসুমীর স্মৃতিতে সালমান

আজ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান এই জনপ্রিয় নায়ক। নায়ক চলে গেছেন, বদলে গেছে প্রজন্ম। তবু রয়ে গেছে তাঁর জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার এই যুগেও ভক্তদের মাঝে বেঁচে আছেন তিনি। প্রিয় নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে টিম সালমান শাহ নামের একটি ফেসবুক গ্রুপ। মৃত্যুবার্ষিকীতে অকাল প্রয়াত এই নায়ককে নিয়ে স্মৃতিচারণা করেছেন তাঁর দুই সহ-অভিনেত্রী। 

সালমানের সেই চিরকুট এখনো আছে—ববিতা, অভিনেত্রী
মৃত্যুর এত বছর পরেও সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্নমাত্রা দিয়ে দর্শকের হৃদয়ে গেঁথে আছে। সে এমনভাবে সংলাপ বলত, এক্সপ্রেশন দিত যে বোঝার উপায় থাকত না, এটা অভিনয় নাকি সত্যি। আমার সঙ্গে সালমানের বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে। সালমান আমাকে প্রায়ই বলত, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। আমাকে সে মা বলেই ডাকত। যখন প্রথম মোবাইল ফোন বাজারে এল, সাইজে সেটা বেশ বড় ছিল। আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানই আমাকে একটি চিরকুটে লিখে দিয়ে মোবাইল ব্যবহার করা শিখিয়েছিল। সালমানের নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনো আমার কাছে বেশ যত্নে  রাখা আছে। সেই চিরকুটের মাঝেই আমি সালমানকে খুঁজে বেড়াই।

মৌসুমীসালমানকে ভুলে যাওয়া সম্ভব নয়—মৌসুমী, অভিনেত্রী
সালমান আমার এমন বন্ধু ছিল যাকে কোনো দিনই ভোলা সম্ভব নয়। সে আমার প্রথম সিনেমার নায়ক। এখনো তাকে খুব মিস করি। সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সুন্দর হতো। সালমান যেদিন মারা যায়, তার মৃত্যুসংবাদটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি, সানী আর গুলজার ভাই একসঙ্গে তাকে শেষ দেখা দেখতে গিয়েছিলাম। এমন একজন নায়ককে হারিয়ে পুরো ইন্ডাস্ট্রি সেদিন থমকে গিয়েছিল। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম সবাই। আজও তার ভক্তরা তাকে খুব মিস করে, তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে, এটা অনেক বড় প্রাপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত