Ajker Patrika

জালের সঙ্গে ফিরছে অর্থহীন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৫১
জালের সঙ্গে ফিরছে অর্থহীন

নিজেদের প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ২৭ সেপ্টেম্বর ঢাকায় পারফর্ম করবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এই কনসার্টে জাল ব্যান্ডের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন। এই কনসার্ট দিয়েই দীর্ঘদিন পর স্টেজে ফিরছে দলটি।

দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছেন অর্থহীনের দলনেতা ও ভোকাল সাইদুস সালেহীন সুমন। সবার কাছে যিনি বেজবাবা সুমন নামে পরিচিত। ক্যানসার থেকে সেরে উঠলেও রুটিন চেকআপ, সড়ক দুর্ঘটনায় স্পাইনাল কর্ডে সমস্যা, পরবর্তী সময়ে চোখের সমস্যার কারণে হাসপাতাল হয়ে উঠেছে সুমনের দ্বিতীয় বাড়ি। সুমনের অসুস্থতার কারণে মঞ্চে নিয়মিত দেখা যায় না দলটিকে।

গত জুলাইতেও ব্যাংককের একটি হাসপাতালে সুমনের দুই পা ও চোখে সার্জারি হয়েছে। হাসপাতালের বেড থেকেই ফেসবুকে সুমন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে স্টেজে ফিরবে অর্থহীন। সেই কথামতোই পূর্বাচলের ঢাকা অ্যারেনায় লিজেন্ডস অব দ্য ডেকেড কনসার্ট দিয়ে বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা।

শুক্রবার কনসার্টের সহ-আয়োজক গেট সেট রকের ওয়েবসাইটে অর্থহীনের নাম ঘোষণা করা হয়। অর্থহীনের ফেসবুক পেজেও স্টেজে ফেরার ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘অদ্ভুতরা রেডি হও’। বেজবাবা সুমনের পেজে লেখা হয়েছে ‘অর্থহীন আসছে’।

লিজেন্ডস অব দ্য ডেকেড কনসার্ট দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় গাইবে জাল। এদিন দলটি উদ্‌যাপন করবে তাদের প্রথম অ্যালবাম প্রকাশের ২০ বছর। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল জাল ব্যান্ডের প্রথম অ্যালবাম আদাত। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল দলটি।

অর্থহীনের দলনেতা ও ভোকাল সুমনকনসার্টটি যৌথভাবে আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। ইতিমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। অ্যাসেন বাজের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশীয় ব্যান্ড হিসেবে জাল ব্যান্ডের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে জাল ব্যান্ড পারফর্ম করবে। এ ছাড়া একই দিন মঞ্চে ফিরছে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন। দর্শক খুব আগ্রহী এই কনসার্ট নিয়ে। অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে দর্শকের পাশাপাশি আমরাও খুশি।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন বিকেল ৫টায় খোলা হবে গেট। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত