নবীনের দাপটে কোণঠাসা প্রবীণ
বরিশাল বিএনপির হেভিওয়েট নেতারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। দীর্ঘদিন সাংসদ, মেয়র কিংবা দলের গুরুত্বপূর্ণ পদে থাকা এসব নেতা কয়েক মাস আগেও বরিশাল বিএনপির কান্ডারি ছিলেন। অভিযোগ উঠেছে, নতুন নেতৃত্ব সৃষ্টি হওয়ায় দলে চরমভাবে উপেক্ষিত সরোয়ার, চাঁন, কামাল, মেজবার মতো নেতারা।