চমকের পর পাঠকের সান্নিধ্যে দুই বছর
‘আজকের পত্রিকা’ দুটি বছর অতিক্রান্তের পর পদার্পণ করেছে তৃতীয় বর্ষে। গত ২৭ জুন প্রতিষ্ঠাদিবস ঈদুল আজহার ছুটির কারণে উদ্যাপন করা হয়ে ওঠেনি, তাই আমরা ২৭ জুলাই দিনটি উদ্যাপন করছি। শুভ এই দিনে পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, জানাই কৃতজ্ঞতা।