ড. মো. গোলাম রহমান
‘আজকের পত্রিকা’ দুটি বছর অতিক্রান্তের পর পদার্পণ করেছে তৃতীয় বর্ষে। গত ২৭ জুন প্রতিষ্ঠাদিবস ঈদুল আজহার ছুটির কারণে উদ্যাপন করা হয়ে ওঠেনি, তাই আমরা ২৭ জুলাই দিনটি উদ্যাপন করছি। শুভ এই দিনে পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, জানাই কৃতজ্ঞতা।
অনেকে বলেছেন, আজকের পত্রিকা বিশ্বে কোভিড-১৯-এর মতো এক সংকটময় সময়ে আত্মপ্রকাশ করে চমক সৃষ্টি করেছে। সমস্যা-সংকটেও জীবন যেমন থেমে থাকে না; থেমে থাকে না কোনো ভালো উদ্যোগও। দেশে বস্তুনিষ্ঠ, রুচিশীল ও পরিবারের সবার জন্য সীমিত আকারের একটি সংবাদপত্রের চাহিদা অনুভূত হয়েছিল অনেক দিন থেকে। আমাদের দেশের সংবাদপত্র-পাঠকদের পছন্দমতো সংবাদ ও অন্যান্য বিষয়বস্তুর প্রতি আগ্রহ এবং তাঁদের পাঠাভ্যাস পর্যালোচনা করে দেখা গেছে যে সংবাদপত্র পাঠে তুলনামূলকভাবে তাঁরা স্বল্প সময় ব্যয় করতে চান এবং সংবাদপত্র ক্রয় করার ক্ষেত্রে তাঁরা সাশ্রয়ী হতে চান।
সাধারণভাবে একজন পাঠক খুব বেশি সময় কিংবা খুব বেশি বিষয়বস্তু পাঠ করতে পারেন না। পাঠকদের আগ্রহ-অনাগ্রহের ব্যাপারে অনেক বৈচিত্র্য লক্ষ করা যায়। সংবাদ ও বিষয়বস্তুর আধিক্য তাঁদের বিরক্তিও তৈরি করে। তাই পাঠকের মন ও মানসিকতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টায় আমরা সচেষ্ট আছি।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যা বিষয়াবলির বৈচিত্র্যে কয়েকটি পর্বে প্রকাশিত হয়েছে। আশা করা যায়, ‘অন্তহীন নক্ষত্রের আলো’ ছড়াবে সমাজ-অর্থনীতি ও রাজনীতির বিশেষ লেখাগুলো।
দেশের বিশিষ্ট লেখক ও গুণীজনদের লেখায় শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক আলোচনা আছে ‘পৃথিবীর অমোঘ সকাল’ পর্বে। আর ‘অন্ধকারে জোনাকির মতো’ পর্বে আছে বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। প্রতিটি পর্বেই দেশের স্বনামধন্য ব্যক্তিদের গভীর চিন্তাচেতনার প্রতিফলন আছে তাঁদের লেখায়। লেখার এই সংকলন পাঠকদের সংগ্রহে রাখার মতো বলে প্রত্যাশা করি।
দ্রুততম সময়ের মধ্যে যেভাবে আজকের পত্রিকা পাঠকপ্রিয়তা পেয়েছে, তাতে আমরা পাঠকের আগ্রহ ও অংশগ্রহণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। প্রাপ্তি হয়েছে দেশের সংবাদপত্রের জগতে; আজকের পত্রিকা হয়েছে সমৃদ্ধ। পাঠক হলেন একটি সংবাদপত্রের জন্য পরশপাথরস্বরূপ; পাঠকের হাতের স্পর্শে সাধারণ পাতা হয়ে ওঠে সোনার পাতা/স্বর্ণপত্র। আমরা পাঠকের বৈচিত্র্য ও আগ্রহের কথা স্মরণে রেখে সমাজ, সংসার, দেশ, বিদেশ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি, নারী, শিশু, খেলাধুলা, বিনোদন—প্রায় সব বিষয়ে সংবাদ ও বিশিষ্টজনের আলোচনা, মতামত এবং দৃষ্টিভঙ্গি পরিবেশন করে যাচ্ছি।
পাঠকের পরিবর্তনশীল ভালো লাগা, মন্দ লাগা আমাদের অন্যতম লক্ষ্য—তাঁদের মতামতকে স্বাগত জানাই। স্বাধীনতার ৫২ বছরে দেশের অর্জন সামনে রেখে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের মুক্তচিন্তার মুক্ত স্বদেশ; সুখী-সমৃদ্ধ বিজ্ঞানসম্মত আধুনিক বাংলাদেশ। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপনে পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাই আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা।
লেখক: সম্পাদক, আজকের পত্রিকা
‘আজকের পত্রিকা’ দুটি বছর অতিক্রান্তের পর পদার্পণ করেছে তৃতীয় বর্ষে। গত ২৭ জুন প্রতিষ্ঠাদিবস ঈদুল আজহার ছুটির কারণে উদ্যাপন করা হয়ে ওঠেনি, তাই আমরা ২৭ জুলাই দিনটি উদ্যাপন করছি। শুভ এই দিনে পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, জানাই কৃতজ্ঞতা।
অনেকে বলেছেন, আজকের পত্রিকা বিশ্বে কোভিড-১৯-এর মতো এক সংকটময় সময়ে আত্মপ্রকাশ করে চমক সৃষ্টি করেছে। সমস্যা-সংকটেও জীবন যেমন থেমে থাকে না; থেমে থাকে না কোনো ভালো উদ্যোগও। দেশে বস্তুনিষ্ঠ, রুচিশীল ও পরিবারের সবার জন্য সীমিত আকারের একটি সংবাদপত্রের চাহিদা অনুভূত হয়েছিল অনেক দিন থেকে। আমাদের দেশের সংবাদপত্র-পাঠকদের পছন্দমতো সংবাদ ও অন্যান্য বিষয়বস্তুর প্রতি আগ্রহ এবং তাঁদের পাঠাভ্যাস পর্যালোচনা করে দেখা গেছে যে সংবাদপত্র পাঠে তুলনামূলকভাবে তাঁরা স্বল্প সময় ব্যয় করতে চান এবং সংবাদপত্র ক্রয় করার ক্ষেত্রে তাঁরা সাশ্রয়ী হতে চান।
সাধারণভাবে একজন পাঠক খুব বেশি সময় কিংবা খুব বেশি বিষয়বস্তু পাঠ করতে পারেন না। পাঠকদের আগ্রহ-অনাগ্রহের ব্যাপারে অনেক বৈচিত্র্য লক্ষ করা যায়। সংবাদ ও বিষয়বস্তুর আধিক্য তাঁদের বিরক্তিও তৈরি করে। তাই পাঠকের মন ও মানসিকতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টায় আমরা সচেষ্ট আছি।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যা বিষয়াবলির বৈচিত্র্যে কয়েকটি পর্বে প্রকাশিত হয়েছে। আশা করা যায়, ‘অন্তহীন নক্ষত্রের আলো’ ছড়াবে সমাজ-অর্থনীতি ও রাজনীতির বিশেষ লেখাগুলো।
দেশের বিশিষ্ট লেখক ও গুণীজনদের লেখায় শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক আলোচনা আছে ‘পৃথিবীর অমোঘ সকাল’ পর্বে। আর ‘অন্ধকারে জোনাকির মতো’ পর্বে আছে বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। প্রতিটি পর্বেই দেশের স্বনামধন্য ব্যক্তিদের গভীর চিন্তাচেতনার প্রতিফলন আছে তাঁদের লেখায়। লেখার এই সংকলন পাঠকদের সংগ্রহে রাখার মতো বলে প্রত্যাশা করি।
দ্রুততম সময়ের মধ্যে যেভাবে আজকের পত্রিকা পাঠকপ্রিয়তা পেয়েছে, তাতে আমরা পাঠকের আগ্রহ ও অংশগ্রহণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। প্রাপ্তি হয়েছে দেশের সংবাদপত্রের জগতে; আজকের পত্রিকা হয়েছে সমৃদ্ধ। পাঠক হলেন একটি সংবাদপত্রের জন্য পরশপাথরস্বরূপ; পাঠকের হাতের স্পর্শে সাধারণ পাতা হয়ে ওঠে সোনার পাতা/স্বর্ণপত্র। আমরা পাঠকের বৈচিত্র্য ও আগ্রহের কথা স্মরণে রেখে সমাজ, সংসার, দেশ, বিদেশ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি, নারী, শিশু, খেলাধুলা, বিনোদন—প্রায় সব বিষয়ে সংবাদ ও বিশিষ্টজনের আলোচনা, মতামত এবং দৃষ্টিভঙ্গি পরিবেশন করে যাচ্ছি।
পাঠকের পরিবর্তনশীল ভালো লাগা, মন্দ লাগা আমাদের অন্যতম লক্ষ্য—তাঁদের মতামতকে স্বাগত জানাই। স্বাধীনতার ৫২ বছরে দেশের অর্জন সামনে রেখে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের মুক্তচিন্তার মুক্ত স্বদেশ; সুখী-সমৃদ্ধ বিজ্ঞানসম্মত আধুনিক বাংলাদেশ। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপনে পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাই আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা।
লেখক: সম্পাদক, আজকের পত্রিকা
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫