খোলাবাজারে পণ্য কিনতে ভিড়
মির্জাপুর পৌরসভার মুসলিমপাড়ার বাসিন্দা গৃহবধূ সুমি আক্তার ওপেন মার্কেট সেল (ওএমএস) বা খোলাবাজারের চাল পেতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পাশাপাশি প্রতিবেশী শিল্পী ও ফাতেমার জন্য ইট ও ব্যাগ দিয়ে লাইনে জায়গা রেখেছেন। অন্যদিন শিল্পী ভোরে এসে ফাতেমা ও সুমির জায়গা রাখেন। কম মূল্যে চাল-আটা কিনতে এ