Ajker Patrika

পুলিশের সামনে সংঘর্ষ আহত ৯, গ্রেপ্তার ২

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ১১
Thumbnail image

মির্জাপুরে পুলিশের এক কর্মকর্তার উপস্থিতিতে ৯ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের কুমুদিনী হাসপাতাল, টাঙ্গাইল সদর ও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা দক্ষিণপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ওই রাতেই আব্দুর রহিম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ রাতেই আব্দুল খালেক দেওয়ান ও আবুল দেওয়ান নামে দুই আসামিকে গ্রেপ্তার করে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা মৌজার ২৬ শতাংশ জমি নিয়ে আব্দুর রহিমের সঙ্গে একই গ্রামের মনিরুজ্জামান ও আবু নাছিরের বিরোধ চলছে। শনিবার দুপুরে অপর একটি মামলার তদন্তে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সজল হক ও একজন কনস্টেবল সেখানে যান। ওই পুলিশ কর্মকর্তার উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মনিরুজ্জামানসহ তাঁর লোকজন লাঠিসোঁটা, দা, ছেনি, বল্লম, শাবল ও লোহার রড নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।

আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে আব্দুর রশিদ সরকারের (৪৭) অবস্থা গুরুতর হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিবাদী মনিরুজ্জামানের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। তাঁরা পলাতক রয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সজল হক জানান, অন্য একটি মামলার তদন্তে গিয়েছিলেন তিনি। সেখানে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। তিনি চলে আসার পর পুনরায় মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন পরে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত