ক্যাটস আই লুক
রমণীদের চোখ নিয়ে আমাদের কবি-গীতিকারদের যুগ যুগ ধরেই আদিখ্যেতার শেষ নেই। হোক সে ‘কালো মেয়ের কালো হরিণ চোখ’ কিংবা ‘পাখির নীড়ের মতো’ বনলতা সেনের চোখ। এত সব গান আর কবিতার বিষয়বস্তু যারা, তাদের যে চোখের সাজ নিয়ে একটু বাড়তি আগ্রহ আছে, সেটা মিথ্যা নয়। হরিণ চোখেও কিছুটা কাজলের ছোঁয়া লাগে বৈকি। তাই যুগের সঙ্