বিভাবরী রায়, ঢাকা
বছরের অন্য দিনের তুলনায় উৎসবের দিনগুলো একেবারেই আলাদা। উৎসবের এ কটি দিনে রোজকার ধরাবাঁধা নিয়ম থেকে খানিকটা রেহাই মেলে। দেখা হয়, কথা হয় আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে। গল্প, আড্ডা, ঘুরে বেড়ানো, জম্পেশ খাওয়া-দাওয়া আর সাজগোজ—সবটাই চলে দারুণভাবে। আর শহুরে জীবনে উৎসব মানে যেন আনন্দের ফুরসত।
উৎসবের শপিংটা হয় খুব বুঝে-শুনে। আজকাল নারীদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু নিজেদের সাজ-পোশাক নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। উৎসবের দিনগুলোয় যাতে দেখতে ভালো লাগে আর ছবিতে অনন্য দেখায়, সেদিকে নজর রয়েছে তাঁদেরও। সামনেই শারদীয় দুর্গাপূজা। পূজায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরুষের সাজ-পোশাক কেমন হতে পারে, তা নিয়েই এবারের আয়োজন।
সপ্তমীতে স্বতঃস্ফূর্ত: সপ্তমীর সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সমাগমে একটু হালকা-পাতলা পোশাকই পরা ভালো। এলাকাভিত্তিক মণ্ডপগুলো এক চক্কর দেওয়ার জন্য প্যান্টের ওপর ডিজিটাল প্রিন্টের মাল্টিকালার হাফশার্ট পরেই রওনা দিতে পারেন। একটু সাহস করে সন্ধ্য়ায় চোখে পরে নিতে পারেন স্টাইলিশ সানগ্লাসও!
অষ্টমীর শুভ্রসাজে: অষ্টমীতে লাল-সাদা বা ঘিয়ে-লাল রঙের কম্বিনেশনে সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরতে পারেন। ধুতির সঙ্গে চটি জুতা বা নাগরা বেশ মানিয়ে যাবে। এদিন বিকেলে একটু রংচঙা পোশাক পরলেও মন্দ হয় না। একটু এক্সপেরিমেন্টাল বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও দিব্য়ি মানিয়ে যাবে। ডেনিমের সঙ্গে আঙ্গারাখা কাটিংয়ের পাঞ্জাবি পরে আড্ডার মধ্য়মণি হয়ে উঠতে পারেন।
নবমীতে এথনিক লুক: ডেনিমের ওপর গরদের পাঞ্জাবি ও ডিজিটাল প্রিন্টের রঙিন কোনো কোট চাপিয়ে প্যান্ডেল ঘুরে দেখতে পারেন। একরঙা যেকোনো পাঞ্জাবির ওপরও এ ধরনের কোট বা কটি বেশ ভালো লাগে। সে ক্ষেত্রে কটির নকশা যেন একটু জাঁকজমক হয়, সেদিকে নজর দেওয়া চাই।
দশমীতে সিঁদুররঙা: দশমীর দিন যেহেতু সিঁদুর খেলার আয়োজন থাকে, তাই পোশাকে লাল রংটা একটু প্রাধান্য দিতে পারেন। লাল রঙের ধুতির ওপর ফোক ডিজাইনের পাঞ্জাবি পরলে দারুণ লাগবে।
বছরের অন্য দিনের তুলনায় উৎসবের দিনগুলো একেবারেই আলাদা। উৎসবের এ কটি দিনে রোজকার ধরাবাঁধা নিয়ম থেকে খানিকটা রেহাই মেলে। দেখা হয়, কথা হয় আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে। গল্প, আড্ডা, ঘুরে বেড়ানো, জম্পেশ খাওয়া-দাওয়া আর সাজগোজ—সবটাই চলে দারুণভাবে। আর শহুরে জীবনে উৎসব মানে যেন আনন্দের ফুরসত।
উৎসবের শপিংটা হয় খুব বুঝে-শুনে। আজকাল নারীদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু নিজেদের সাজ-পোশাক নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। উৎসবের দিনগুলোয় যাতে দেখতে ভালো লাগে আর ছবিতে অনন্য দেখায়, সেদিকে নজর রয়েছে তাঁদেরও। সামনেই শারদীয় দুর্গাপূজা। পূজায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরুষের সাজ-পোশাক কেমন হতে পারে, তা নিয়েই এবারের আয়োজন।
সপ্তমীতে স্বতঃস্ফূর্ত: সপ্তমীর সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সমাগমে একটু হালকা-পাতলা পোশাকই পরা ভালো। এলাকাভিত্তিক মণ্ডপগুলো এক চক্কর দেওয়ার জন্য প্যান্টের ওপর ডিজিটাল প্রিন্টের মাল্টিকালার হাফশার্ট পরেই রওনা দিতে পারেন। একটু সাহস করে সন্ধ্য়ায় চোখে পরে নিতে পারেন স্টাইলিশ সানগ্লাসও!
অষ্টমীর শুভ্রসাজে: অষ্টমীতে লাল-সাদা বা ঘিয়ে-লাল রঙের কম্বিনেশনে সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরতে পারেন। ধুতির সঙ্গে চটি জুতা বা নাগরা বেশ মানিয়ে যাবে। এদিন বিকেলে একটু রংচঙা পোশাক পরলেও মন্দ হয় না। একটু এক্সপেরিমেন্টাল বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও দিব্য়ি মানিয়ে যাবে। ডেনিমের সঙ্গে আঙ্গারাখা কাটিংয়ের পাঞ্জাবি পরে আড্ডার মধ্য়মণি হয়ে উঠতে পারেন।
নবমীতে এথনিক লুক: ডেনিমের ওপর গরদের পাঞ্জাবি ও ডিজিটাল প্রিন্টের রঙিন কোনো কোট চাপিয়ে প্যান্ডেল ঘুরে দেখতে পারেন। একরঙা যেকোনো পাঞ্জাবির ওপরও এ ধরনের কোট বা কটি বেশ ভালো লাগে। সে ক্ষেত্রে কটির নকশা যেন একটু জাঁকজমক হয়, সেদিকে নজর দেওয়া চাই।
দশমীতে সিঁদুররঙা: দশমীর দিন যেহেতু সিঁদুর খেলার আয়োজন থাকে, তাই পোশাকে লাল রংটা একটু প্রাধান্য দিতে পারেন। লাল রঙের ধুতির ওপর ফোক ডিজাইনের পাঞ্জাবি পরলে দারুণ লাগবে।
বাঘ, সিংহ, হাতি, সাম্বার হরিণ, জলহস্তী, মায়া হরিণ, চিত্রা হরিণ, জিরাফ, জেব্রা, ভালুক, নীলগাই, গয়াল, কুমিরসহ বিভিন্ন প্রাণী অবাধে ঘুরে বেড়াচ্ছে। নিরাপদে এই দৃশ্য দেখা যায় আমাদের দেশে। আর দেখতে হলে এক দিনের জন্য ঘুরে আসা যাবে গাজীপুর সাফারি পার্ক।
১৪ ঘণ্টা আগেআধুনিকতা ও ঐতিহ্যের মিশেল ঝকমকে শহর সৌদি আরবের জেদ্দা। এ শহরে পুরোনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আল-বালাদ। শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি। সময়ের সঙ্গে আধুনিকায়নের ঢেউ এলেও এলাকাটি এখনো ধরে রেখেছে অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর সৌন্দর্য।
১৫ ঘণ্টা আগেঅনেক বছর পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া। কোভিড-১৯ মহামারির কারণে দেশটি বিদেশিদের জন্য সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল। তবে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ বলছে, তারা এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
১৫ ঘণ্টা আগেজেন-জির ভ্রমণের অভ্যাস কিছুটা ভিন্ন। সিঙ্গাপুরভিত্তিক ট্রাভেল এজেন্সি ‘আগোডা’ তাদের একটি জরিপ প্রকাশ করে জেন-জির পাঁচটি ভ্রমণ বৈশিষ্ট্য জানিয়েছে।
১৫ ঘণ্টা আগে