Ajker Patrika

চলতি বছর ভ্রুর ট্রেন্ড

ফারিয়া রহমান খান
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২: ২১
চলতি বছর ভ্রুর ট্রেন্ড

কোভিড-পরবর্তী সময়ে, বিশেষ করে ভ্রুর যত্ন এবং একে আরও সুন্দর করতে বিভিন্ন ট্রেন্ড শুরু হয়। তারই ধারা চলছে এখন। ভ্রু যেন ব্যক্তিত্বের সঙ্গে বেমানান না হয়, সেদিকেও সচেতন সবাই।

সম্প্রতি ভ্রুর প্রসাধনীর ক্রমবর্ধমান বাজার নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন। অ্যালায়েড মার্কেট রিসার্চের তথ্য অনুসারে, ২০২১ সালে শুধু ভ্রুতে ব্যবহৃত বিশেষ জেলের বৈশ্বিক বাজার ছিল ২৬ কোটি ৪৯ লাখ ডলারের। ধারণা করা হচ্ছে, ২০৩১ সাল নাগাদ এই বাজারের আকার ৪৩ কোটি ১৭ লাখ ডলারে দাঁড়াবে। তার মানে, সাজের ক্ষেত্রে ভ্রুযুগলের সৌন্দর্যের জন্য খরচ করতেও পিছপা হচ্ছেন না নারীরা। ভ্রুর আকার ও স্টাইলিংয়ে তাই নিয়মিত যোগ হচ্ছে নতুন চমক। চলতি বছর, অর্থাৎ ২০২৩ সালে পুরো বিশ্বে ভ্রুর বেশ কিছু ট্রেন্ড চলছে। 

প্রাকৃতিক ভ্রুতেই ভরসা
এখন অনেক নারী ন্যাচারাল লুকে থাকতে বেশি স্বচ্ছন্দবোধ করছেন। তাঁরা ট্রেন্ডি হওয়ার সঙ্গে নিজের আরাম ও পছন্দকে গুরুত্ব দিচ্ছেন। ন্যাচারাল বা প্রাকৃতিক ভ্রুর ট্রেন্ডটা এই মিনিমালিস্ট থাকার চিন্তাধারা থেকেই এসেছে। ন্যাচারাল ভ্রুর ক্ষেত্রে ভ্রু একেবারে ট্রিম করা বন্ধ না করে মাঝে মাঝে ট্রিম করতে হবে। অনেকে এ ক্ষেত্রে কখনো কখনো এক্সপার্টের সাহায্য নেন, যাতে মুখের আকার অনুযায়ী ভ্রুর প্রাকৃতিক আকার ধরে রেখে ট্রিম করা যায়। এতে মুখের গোছানো ভাবটা থাকে আবার ভ্রুও থাকে প্রাকৃতিক। 

ভ্রু লেমিনেশন
অধিকাংশ মেয়ের ভ্রু পাতলা হয়। তাই ভ্রু ঘন করতে এবং নিজের পছন্দমতো আকার দিতে অনেকে ভ্রু লেমিনেশনের দিকে ঝুঁকেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এটি অবশ্যই দক্ষ মানুষের কাছে করাতে হবে। এ ক্ষেত্রে ভ্রুর ওপর প্রথমে একটি ক্রিম লাগানো হয়, যাতে ভ্রুর লোমগুলো ওপরের দিকে ওঠানো যায়। তারপর লোমগুলো ব্রাশ করে পছন্দমতো আকার দিয়ে ট্রিম করা হয়। এরপর ভ্রুর ওপর নিউট্রালাইজার প্রয়োগ করা হয়, যেন লোমগুলো নির্দিষ্ট আকারেই থাকে। এই পদ্ধতিতে কাঙ্ক্ষিত ভ্রুর আকার এক মাস 
পর্যন্ত ঠিক থাকবে। 

ব্লিচড ভ্রু 
২০২৩ সালে ব্লিচড ভ্রুর ট্রেন্ড অনেকে অনুসরণ করছেন। তবে এটি প্রাচ্যের চেয়ে পাশ্চাত্যে বেশি জনপ্রিয় হয়েছে। যাঁরা একবার হলেও এটি করে দেখতে চান, তাঁরা নিজেদের ত্বকের রঙের সঙ্গে ম্যাচিং শেডের কনসিলার নিয়ে ব্রাশ দিয়ে পুরো ভ্রু ঢেকে ফেলুন। তারপর এর ওপর ক্লিয়ার আইব্রো জেল লাগিয়ে নিন। আবার ন্যুড পেনসিল দিয়েও পুরো ভ্রু ঢেকে এই লুক পেতে পারেন। তবে যাঁরা অনেক সাহসী, তাঁরা ভ্রু ব্লিচ করে ফেলতে পারেন! সে ক্ষেত্রে দক্ষ মানুষের সহায়তা নিলে ভালো হয়।

রঙিন ভ্রু
অদ্ভুত লাগলেও অনেকে এখন মেকআপ নিয়ে নিরীক্ষা করার জন্য ভ্রু রঙিন করছেন। গোলাপি, নীল, শিমারি টু গ্লসি—বিভিন্ন রঙে নিজের ভ্রুকে সাজিয়ে তুলছেন। তা ছাড়া অনেকে পোশাকের সঙ্গে ম্যাচিং রং দিয়েও ভ্রু রাঙাচ্ছেন। এ ক্ষেত্রে ক্লিয়ার আইব্রো জেলের সঙ্গে নিজের পছন্দের রঙের আইশ্যাডো মিশিয়ে ব্রাশ দিয়ে ভ্রু রং করে ফেলুন। চাইলে বিভিন্ন রং একসঙ্গে ব্যবহার করে দেখতে পারেন। তবে এই ট্রেন্ডও পশ্চিমা দেশগুলোয় চলছে।

চিকন ভ্রু
প্রাকৃতিক মোটা ভ্রুর বিপরীতে অনেকে ভ্রু একেবারে চিকন করে ফেলছেন। আপনি কোন ধরনের ভ্রু পছন্দ করছেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ, চলতি বছর পোশাক-আশাক ও স্টাইলিংয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্যক্তিগত রুচি। অনেকে আবার চিকন করে প্লাক করা ভ্রুতে কালোর পরিবর্তে বাদামি রঙের ভ্রু পেনসিল ব্যবহার করছেন। গরমে মেকআপ গলে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে আই ব্রো ফিলারের চেয়ে আই পেনসিলেই ভরসা রাখছেন অনেকে। 

সূত্র: ওমেনস হেলথ ম্যাগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত