ফারিয়া রহমান খান
কফিশপে গিয়ে যাঁরা বলে ওঠেন, ‘একটা ল্যাতে দিন তো’, তাঁদের জন্য সুখবর আছে। প্রিয় কফি ল্যাতের নাম এখন জায়গা করে নিয়েছে মেকআপ ট্রেন্ডেও।
একালের ফ্যাশন আইকন হেইলি বিবার, কেন্ডাল জেনার ও বেলা হাদিদ মজেছেন এই ল্যাতে মেকআপ লুকে। শুধু তা-ই নয়, জিজি হাদিদও মজেছেন এই লুকে। সে জন্য তাঁরা দৌড়াচ্ছেন ক্যারোলিনা গঞ্জালেজ কিংবা মেরি ফিলিপসের মতো বিখ্যাত মেকআপ আর্টিস্টের কাছে। তাঁদের হাতের ছোঁয়ায় এসব মডেল ও ফ্যাশন আইকনের চোখ, ঠোঁট ও গালে ল্যাতের উষ্ণতা আর বাদামি আভা বিশ্ব মাত করছে এখন। কিন্তু কী আছে এই মেকআপে? এই উত্তর পাওয়ার আগে জেনে রাখা ভালো, ইতালীয় শব্দ ল্যাতে মানে দুধ। তাই মনে রাখতে হবে, এটি দুধকেন্দ্রিক কোনো মেকআপ ট্রেন্ড নয়; বরং কফির রঙের যে সৌন্দর্য, সেটাকে কেন্দ্র করেই এই মেকআপের নাম ল্যাতে।
মূলত ল্যাতে মেকআপ হলো মুখমণ্ডলে বাদামি ও হালকা ব্রোঞ্জ রঙের দারুণ এক খেলা। হালের ট্রেন্ডে এর জনপ্রিয়তার কারণ, গায়ের রং যা-ই হোক না কেন, এই মেকআপ যেকোনো ত্বকেই মানিয়ে যায়। প্রাকৃতিক টোন ধরে রেখে খুব আকর্ষণীয় করে তোলে সাজকে। ল্যাতে মেকআপ ত্বককে ব্রোঞ্জ, উষ্ণ ও বাদামি লুক দেয়—ঠিক ল্যাতে কফির মতোই। একটি নির্দিষ্ট শেড ব্যবহার না করে ট্যান ও সোনালি রঙের বিভিন্ন শেডের ব্যবহার মুখমণ্ডলের সৌন্দর্যকে যে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারে, ল্যাতে মেকআপ সেটাই প্রমাণ করে। এই মেকআপের মূল ফোকাস থাকে মূলত বেইজ, ঠোঁট ও চোখে।
ব্রোঞ্জি-গ্লোয়ি বেস
ল্যাতে মেকআপের জন্য দরকার একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, ব্রোঞ্জার, কনসিলার ও হাইলাইটার। প্রথমেই পুরো মুখে ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ত্বকের যেসব জায়গায় দাগ রয়েছে, সেগুলো কনসিলার দিয়ে ঢেকে ফেলুন। তবে ফাউন্ডেশন খুব হালকা করে ব্যবহার করবেন, যাতে মেকআপ দেখতে ভারী না লাগে। এরপর মুখের আকৃতি অনুযায়ী চিক বোন, জ-লাইন, কপাল ও নাকের পাশে ব্রোঞ্জার দিয়ে কনটুরিং করুন। এরপর হাইলাইটার ব্যবহার করে মুখে একটা শিমারি ভাব আনুন। ব্লাশ ব্যবহার করতে চাইলে খুব হালকা টোনের ব্লাশ ব্যবহার করতে পারেন।
শিমারি বাদামি চোখ
প্রতিদিনের ল্যাতে লুকের জন্য আপনার পাউডার ব্রোঞ্জার চোখের কিনারা দিয়ে ব্লেন্ড করতে পারেন। সঙ্গে বাদামি শেডের আইলাইনার ব্যবহার করুন। যদি বেশি কিছু করতে চান, তাহলে বাদামি আইশ্যাডো, সঙ্গে বাদামি আইলাইনার ও চোখের ভেতরের কিনারার দিকে সোনালি আইশ্যাডো ব্যবহার করতে পারেন। যেভাবেই চোখ সাজান না কেন, মাসকারা ব্যবহার করতে ভুলবেন না।
গ্লসি-শিমারি ন্যাচারাল ঠোঁট
ল্যাতে লুকের জন্য ঠোঁট যতটা প্রাকৃতিক টোনে রাখা যায়, ততই ভালো। এ জন্য পছন্দের প্রাকৃতিক শেডের লিপলাইনার ও লিপস্টিক বেছে নিন—সেটা হতে পারে ন্যুড শেড বা ক্যারামেল শেড কিংবা বাদামি শেডের। তার সঙ্গে একটা লিপজেল ব্যবহার করুন, যেন ঠোঁট গ্লসি দেখায়। তবে আরও ভালো হয় যদি ঠোঁটে লিপলাইনার ও লিপস্টিক ব্যবহারের আগে হালকা কনসিলার ব্যবহার করে নেন। এতে ঠোঁট দেখতে খুবই ন্যাচারাল লাগবে।
সূত্র: রিয়েল সিম্পল ও ওম্যান ম্যাগাজিন
কফিশপে গিয়ে যাঁরা বলে ওঠেন, ‘একটা ল্যাতে দিন তো’, তাঁদের জন্য সুখবর আছে। প্রিয় কফি ল্যাতের নাম এখন জায়গা করে নিয়েছে মেকআপ ট্রেন্ডেও।
একালের ফ্যাশন আইকন হেইলি বিবার, কেন্ডাল জেনার ও বেলা হাদিদ মজেছেন এই ল্যাতে মেকআপ লুকে। শুধু তা-ই নয়, জিজি হাদিদও মজেছেন এই লুকে। সে জন্য তাঁরা দৌড়াচ্ছেন ক্যারোলিনা গঞ্জালেজ কিংবা মেরি ফিলিপসের মতো বিখ্যাত মেকআপ আর্টিস্টের কাছে। তাঁদের হাতের ছোঁয়ায় এসব মডেল ও ফ্যাশন আইকনের চোখ, ঠোঁট ও গালে ল্যাতের উষ্ণতা আর বাদামি আভা বিশ্ব মাত করছে এখন। কিন্তু কী আছে এই মেকআপে? এই উত্তর পাওয়ার আগে জেনে রাখা ভালো, ইতালীয় শব্দ ল্যাতে মানে দুধ। তাই মনে রাখতে হবে, এটি দুধকেন্দ্রিক কোনো মেকআপ ট্রেন্ড নয়; বরং কফির রঙের যে সৌন্দর্য, সেটাকে কেন্দ্র করেই এই মেকআপের নাম ল্যাতে।
মূলত ল্যাতে মেকআপ হলো মুখমণ্ডলে বাদামি ও হালকা ব্রোঞ্জ রঙের দারুণ এক খেলা। হালের ট্রেন্ডে এর জনপ্রিয়তার কারণ, গায়ের রং যা-ই হোক না কেন, এই মেকআপ যেকোনো ত্বকেই মানিয়ে যায়। প্রাকৃতিক টোন ধরে রেখে খুব আকর্ষণীয় করে তোলে সাজকে। ল্যাতে মেকআপ ত্বককে ব্রোঞ্জ, উষ্ণ ও বাদামি লুক দেয়—ঠিক ল্যাতে কফির মতোই। একটি নির্দিষ্ট শেড ব্যবহার না করে ট্যান ও সোনালি রঙের বিভিন্ন শেডের ব্যবহার মুখমণ্ডলের সৌন্দর্যকে যে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারে, ল্যাতে মেকআপ সেটাই প্রমাণ করে। এই মেকআপের মূল ফোকাস থাকে মূলত বেইজ, ঠোঁট ও চোখে।
ব্রোঞ্জি-গ্লোয়ি বেস
ল্যাতে মেকআপের জন্য দরকার একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, ব্রোঞ্জার, কনসিলার ও হাইলাইটার। প্রথমেই পুরো মুখে ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ত্বকের যেসব জায়গায় দাগ রয়েছে, সেগুলো কনসিলার দিয়ে ঢেকে ফেলুন। তবে ফাউন্ডেশন খুব হালকা করে ব্যবহার করবেন, যাতে মেকআপ দেখতে ভারী না লাগে। এরপর মুখের আকৃতি অনুযায়ী চিক বোন, জ-লাইন, কপাল ও নাকের পাশে ব্রোঞ্জার দিয়ে কনটুরিং করুন। এরপর হাইলাইটার ব্যবহার করে মুখে একটা শিমারি ভাব আনুন। ব্লাশ ব্যবহার করতে চাইলে খুব হালকা টোনের ব্লাশ ব্যবহার করতে পারেন।
শিমারি বাদামি চোখ
প্রতিদিনের ল্যাতে লুকের জন্য আপনার পাউডার ব্রোঞ্জার চোখের কিনারা দিয়ে ব্লেন্ড করতে পারেন। সঙ্গে বাদামি শেডের আইলাইনার ব্যবহার করুন। যদি বেশি কিছু করতে চান, তাহলে বাদামি আইশ্যাডো, সঙ্গে বাদামি আইলাইনার ও চোখের ভেতরের কিনারার দিকে সোনালি আইশ্যাডো ব্যবহার করতে পারেন। যেভাবেই চোখ সাজান না কেন, মাসকারা ব্যবহার করতে ভুলবেন না।
গ্লসি-শিমারি ন্যাচারাল ঠোঁট
ল্যাতে লুকের জন্য ঠোঁট যতটা প্রাকৃতিক টোনে রাখা যায়, ততই ভালো। এ জন্য পছন্দের প্রাকৃতিক শেডের লিপলাইনার ও লিপস্টিক বেছে নিন—সেটা হতে পারে ন্যুড শেড বা ক্যারামেল শেড কিংবা বাদামি শেডের। তার সঙ্গে একটা লিপজেল ব্যবহার করুন, যেন ঠোঁট গ্লসি দেখায়। তবে আরও ভালো হয় যদি ঠোঁটে লিপলাইনার ও লিপস্টিক ব্যবহারের আগে হালকা কনসিলার ব্যবহার করে নেন। এতে ঠোঁট দেখতে খুবই ন্যাচারাল লাগবে।
সূত্র: রিয়েল সিম্পল ও ওম্যান ম্যাগাজিন
স্কুল থেকে ফিরে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় মারিয়া। ১৫ বছর বয়সী কিশোরী সারা দিন বন্ধুদের ইনস্টাগ্রাম স্টোরি দেখে, নিজে কিছু পোস্টও করে। তবে কারও সঙ্গে তেমন কথা হয় না তার। পরিবার-পরিজনের মাঝেও সে একা। তার মতো অসংখ্য কিশোরী এই সময়ে এমন নিঃসঙ্গতায় ভুগছে।
২ ঘণ্টা আগেবাজারে আমড়া উঠেছে। আচার তো ঘরে ঘরেই তৈরি হবে। শখের রাঁধুনি যাঁরা প্রথমবারের মতো আমড়া–রসুনের আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া-রসুনের টক ঝাল আচারের
৩ ঘণ্টা আগেশিরোনাম দেখেই হয়তো অনেকের চোখ কপালে ওঠার মতো অবস্থা। পাথরের দাম এত হয় কীভাবে! কোন জিনিসের দাম কত হবে, তার নির্ধারণ করা হয় সেই জিনিসের গুরুত্ব বুঝে। বুঝতেই পারছেন, এটি সাধারণ কোনো পাথর নয়। এই পাথরটি পৃথিবীতে এসেছে প্রায় ২৫ কোটিরও বেশি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহ থেকে।
৪ ঘণ্টা আগেবর্ষায় পেটের রোগ বেশি হয় কমবেশি সবাই জানেন। কারণ স্বাভাবিকভাবেই বৃষ্টির দিনে জীবাণুর সংক্রমণ বাড়ে। রান্না যত সময় নিয়েই করুন না কেন, বা রান্না উপকরণ যত ভালোভালোভাবে ধুয়েই নিন না কেন, রান্নাঘর যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে সুস্থ থাকাটা মুশকিল হবে। বাড়ির রান্নাঘর থেকেই হয়তো ব্যাক্টেরিয়া, ভাইরাস...
৬ ঘণ্টা আগে