Ajker Patrika

বাথসল্ট ত্ব‌কের কা‌লো দাগ দূর ক‌রে

শারমিন কচি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১: ৪৬
বাথসল্ট ত্ব‌কের কা‌লো দাগ দূর ক‌রে

প্রশ্ন: আমার ঘাড়ে ছোপ ছোপ অনেক দাগ পড়েছে। এ কারণে চওড়া গলার জামা ও ব্লাউজ পরতে পারি না। পরতের মতো এই কালো দাগ দূর করতে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

ত্বক পুরু হলে এ ধরনের দাগ থাকতে পারে। হরমোনাল সমস্যা হলে বা ওবিসিটি থাকলে এ ধরনের সমস্যায় অনেকে ভোগেন। এ জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সমস্যার সমাধান এবং ওজন কমাতে হবে। আর কালো দাগ দূর করার জন্য ভালো স্যালন বা পারলারে গিয়ে হোয়াইটেনিং ট্রিটমেন্ট নিতে পারেন। এ ছাড়া বাড়িতে প্রতিদিন স্ক্র‍্যাবিং করতে হবে। স্ক্র‍্যাবিংয়ে বাথসল্ট ব্যবহার করতে পারেন। বাথসল্ট ত্বকের কালো দাগ দূর করতে খুব ভালো কাজ করে। 

প্রশ্ন: ত্বক কোমল ও মসৃণ রাখতে কীভাবে যত্ন নিলে উপকার পাব?
নীলা আক্তার, পটুয়াখালী

ত্বকের কোমলতায় প্রতিদিন রাতে ও সকালে ডাবল ক্লিনজার ব্যবহার করতে হবে। প্রথমে অয়েল ও পরে ফোম ক্লিনজার ব্যবহার করতে হবে। এতে করে ত্বকের গভীর থেকে ময়লা ও অতিরিক্ত তেল সরে যায়। পরিচ্ছন্নতার পর সেরাম ও ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া ১৫ দিন পর পর বা মাসে একবার ভালো কোনো স্যালন থেকে ফেশিয়াল করে নিতে হবে। আর বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

আপনার ত্বক, চুলসহ সৌন্দর্য বিষয়ে যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন আমাদের কাছে। বিশেষজ্ঞরা সেসব প্রশ্নের উত্তর দেবেন।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত