সন্ধ্যা হলেই মশার জ্বালাতন
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ছাত্রদের হলগুলো নানা সমস্যায় জর্জরিত হয়ে আছে। মশার উপদ্রব, অপরিষ্কার টয়লেট, আসনসংকট, ডাইনিংয়ে কম ভর্তুকি, বিশুদ্ধ খাবার পানির সংকট এবং নতুন তৈরি কক্ষগুলোতে শিক্ষার্থীদের আসন বরাদ্দে দীর্ঘসূত্রতা নিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।